promotional_ad

মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করার পক্ষে হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে

২১ এপ্রিল ২৫
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, ফাইল ফটো

চান্দিকা হাথুরুসিংহের আমলেই মূলত নিজেদের শক্তিমত্তায় জোর দিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশকে হারিয়ে দেয় তারা। হেড কোচ হয়ে হাথুরুসিংহে আবারও ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটে। দ্বিতীয় দফায় নিজের প্রথম সংবাদ সম্মেলনে আবারও জানিয়েছেন, ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখেই খেলবে বাংলাদেশ।


সদ্য বিদায়ি কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য হাথুরুসিংহের ধারা থেকে বেরিয়ে ঘরের মাঠে ভালো উইকেটে খেলার ওপর বেশ জোর দিয়েছিলেন। যদিও হাথুরুসিংহে ফিরেই জানালেন, নিজেদের শক্তিমত্তাকেই বেশি গুরুত্ব দেবে বাংলাদেশ।


promotional_ad

তার অধীনে ঘরের মাঠে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে এই শ্রীলঙ্কান বলেন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কি করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কি করছে?’


আরো পড়ুন

১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

৫ জুলাই ২৫
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’


এর আগে ঘরের মাঠে স্পিন উইকেট বানিয়ে ২০১৬ সালে ইংল্যান্ড এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। হাথুরুসিংহের অধীনে বিদেশেও সফলতা পায় বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টও জিতেছিল বাংলাদেশ।


যেকোনো ফরম্যাট মিলিয়ে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে সফলতা পেতে শুরু করছে বাংলাদেশ। এর মূলে আছেন বাংলাদেশের পেসাররা। এদের ভূয়সী প্রশংসা করেছেন হাথুরুসিংহে


তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওরা ভালো করেছে। নিউজিল্যান্ডে ওরা ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। ইবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার। শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তাই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball