promotional_ad

হারের ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

কেপটাউনে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে চাইলেও বাংলাদেশের বিদায়টা হলো আরও খারাপ ভাবে। সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটে হারল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের টানা চার ম্যাচসহ সবমিলিয়ে মোট ১৬টি ম্যাচ একটানা হেরেছে বাংলাদেশ।


অর্থাৎ ২০১৪ সালের পর থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১১৩ রান করে নিগার সুলতানা জ্যোতির দল।


promotional_ad

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন জ্যোতি। ৩৪ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি চারের মার। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাটে আসে ৩০ বলে ২৭ রানের ইনিংস। শেষদিকে নাহিদা আক্তার ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।


সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মারিজান কাপ এবং আয়াবঙ্গা খাকা। একটি করে উইকেট নেন ননকুলুলেকো মাবা এবং সাবনিম ইসমাইল।


লক্ষ্য তাড়া করতে নেমে আর কোনো উইকেটই হারায়নি প্রোটিয়ারা। লরা উলভার্ট ৫৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কার মার। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৫১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল চারটি চারের মার।


১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার মারুফা আক্তারের। ৪ ওভারে ১৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। এই জয়ে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের পর শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠল সাউথ আফ্রিকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball