'মিডল অর্ডারে ব্যাটিং করার সামর্থ্য আছে অশ্বিনের'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি জাদেজা
২৯ মে ২৫
মূলত অফ স্পিনার হিসেবেই পরিচিত রবিচন্দ্রন অশ্বিন। তবে ব্যাট হাতেও কম যান না এই ভারতীয়। দলের প্রয়োজনে একাধিক ম্যাচে দায়িত্ব নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে দেখা গেছে। এমনকি বেশ কয়েকবার দলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল ব্যাটার অশ্বিনের। তিনি বিশ্বের যেকোনো দেশের হয়েই মিডল অর্ডারে ব্যাটিং করার সামর্থ্য রাখেন বলে মনে করেন নাথান লায়ন।
সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে ইতোমধ্যেই তিনি নামের পাশে যোগ করেছেন ৩ হাজার রান। টেস্ট ক্যারিয়ারে তিনি ব্যাটিং করেছেন প্রায় ২৮ গড়ে। ১৩ হাফ সেঞ্চুরির সঙ্গে ৫টি শতকও হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।

চলমান দিল্লি টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে রান পেয়েছেন অশ্বিন। নিজেদেরে প্রথম ইনিংসে খেলতে নেমে ৬৬ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় ভারত। আর অশ্বিন যখন উইকেটে আসেন তখন দলের সংগ্রহ ৭ উইকেটে ১৩৯ রান।
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
১৪ ঘন্টা আগে
এমন পরিস্থিতিতে অষ্টম উইকেট জুটিতে অক্ষর প্যাটেলের সঙ্গে ১১৪ রান যোগ করেন অশ্বিন। সাজঘরে ফেরার আগে ৭১ বল খেলে তিনি সংগ্রহ করেছেন ৩৭ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে অজি স্পিনার লায়ন বলেন, 'অশ্বিন-অক্ষর বিশ্বের যেকোনো দলে সেরা ছয়ে ব্যাটিং করতে পারবে। ভারতের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা, তবে তারা লোয়ার অর্ডার ব্যাটার না।'
এদিকে ভারতকে প্রথম ইনিংসে ২৬২ রানে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া। ৮৪ ওভারের মধ্যেই স্বাগতিকদের অলআউট করতে বড় অবদান লায়নের। এই স্পিনার ২০ ওভার হাত ঘুরিয়ে ৬৭ রানের বিনিময়ে একাই শিকার করেছেন ৫ উইকেট।
তিনি বলেন, 'পাঁচ উইকেট পেয়ে আমি খুবই খুশি। আমার নজর টেস্ট ম্যাচের দিকে, এখনও অনেক কাজ বাকি আছে। নাগপুরের তুলনায় দিল্লির উইকেটে বাউন্স অনেক বেশি।'