লামিচানের সঙ্গে হাত মেলায়নি স্কটল্যান্ডের ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ খেলবে নেপাল
১৩ জুন ২৫
নেপালের সব ক্রিকেটারদের লাইনে সবার পেছনে ছিলেন সন্দীপ লামিচানে। স্কটল্যান্ডের ক্রিকেটাররা একে একে তাদের সবার সঙ্গে হাত মেলালেও এড়িয়ে যান লামিচানকে। ডানহাতি এই লেগ স্পিনারের বিপক্ষে থাকা অভিযোগের প্রতিবাদ জানাতেই এমনটা করেছেন স্কটিশ ক্রিকেটাররা।
গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করেন, ভক্ত হিসেবে দেখা করতে যাওয়ার পর কৌশলে সময়ক্ষেপণ করে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন সেই সময়ের নেপাল অধিনায়ক। এরপর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
এর কয়েক দিন পরই তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানার বিনিময়ে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ আসে জাতীয় দলে খেলার।

स्कटल्यान्डका खेलाडीले सन्दीप लामिछानेसँग मिलाएनन् हात#Galaxy4K #GalaxyNewsReport pic.twitter.com/au9ORcIFx2
— Galaxy4K (@Galaxy4KNepal) February 17, 2023
লামিচানকে জাতীয় দলে নেয়ার গুঞ্জনের সময়ই প্রতিবাদ জানিয়েছিল স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেট বোর্ড। সেমময় স্কটিশদের পক্ষ থেকে বিবৃতে বলা হয়েছিল, ‘ক্রিকেট স্কটল্যান্ড আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ বাছাইপর্বের আগে নেপালের সন্দীপ লামিচানের আইনি অবস্থা সম্পর্কে অবগত।’
‘একটি নিয়ন্ত্রক সংস্থা ও স্কোয়াড হিসেবে ক্রিকেট স্কটল্যান্ড দৃঢ়ভাবে সবসময় সমস্ত অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আধুনিক সমাজে এসবের স্থান নেই। খেলাতে কারা খেলবে এটা আসলে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আইসিসির বিবেচনার বিষয়।’
তাদের সঙ্গে প্রতিবাদ করে নামিবিয়া বোর্ড থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘ক্রিকেট নামিবিয়া সব ধরনের লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বৈষম্য এবং অপব্যবহারের তীব্র বিরোধিতা করে।’
নিষেধাজ্ঞা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেলেন লামিচানে। সেই ম্যাচে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ৩ উইকেটে জয় পাওয়া ম্যাচে লামিচানে খরচ করেছেন মোটে ২৭ রান।