‘ভালো উইকেটে খেললে ভালো ক্রিকেটার উঠে আসে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
এমন উইকেটে খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে! মিরপুরের উইকেট নিয়ে এটি সাকিব আল হাসানের অনুধাবন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরের চিরচেনা উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। বোর্ড কর্তারা খুশি হলেও উইকেটের সমালোচনায় ব্যস্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। গ্লেন ম্যাক্সওয়েল-টম লাথামদের হারানোর পরও খুশি হতে পারছিলেন না সমর্থকরা।
সিরিজ শেষ হওয়ার পর উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন সাকিব। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের এমন সমালোচনার পর মিরপুরের উইকেট নিয়ে নিশ্চয় নতুন করে কিছু বলার নেই। দ্বিপাক্ষিক সিরিজ, ঘরোয়া ক্রিকেটে কিংবা দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল, সবখানেই ধুঁকতে হয় ব্যাটারদের। বোলারদের রাজত্বের সামনে ব্যাটারদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা তৈরি হয়।
মিরপুরের উইকেট নিয়ে কথা উঠলেই নানা অজুহাত দেখান বোর্ড কর্তারা। বেশি খেলা হওয়া, আবহাওয়ার সঙ্গে রয়েছে নানাবিধও সমস্যা। যদিও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন খানিকটা মুখ ফসকে জানালেন ভিন্ন এক কথা। বিপিএলের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘এটা উত্তর দেয়া ঠিক হবে কিনা জানি না। আমাদের সবসময় ভালো উইকেটও আছে। এখন নির্ভর করে কি চাচ্ছে (অধিনায়ক-কোচ)।’

পাপনের কথায় এটা পরিস্কার বিসিবি চাইলেই ভালো উইকেট বানাতে পারে। এবং সেটি যে সম্ভব তা বোধহয় বিপিএলের এবারের আসরই প্রমাণ। আয়োজন কিংবা অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা হলেও বিপিএলের এবারের উইকেট নিয়ে খুব বেশি নেতিবাচক কথা শোনা যায়নি। এমন উইকেটে খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলা সাকিবও এবারের বিপিএলের উইকেটের প্রশংসা করেছেন।
মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও শোনা গেছে একই ধরনের কথা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই পেসারের ভাবনা, ‘এমন উইকেট হলে কিছু ভালো ক্রিকেটার আমরা তৈরি করতে পারব।’ ভালো উইকেটে পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন নাজমুল হোসেন শান্ত-জাকির হাসান কিংবা তৌহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা। সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় তাকালে সেটা আরও স্পষ্ট।
তারকা বিদেশি ব্যাটার না থাকাও একটা কারণ হতে পারে। তবে ক্রিকেটাররা যে প্রাণখুলে খেলতে পেরেছেন তাদের আত্মবিশ্বাসী ব্যাটিং দেখলে নিশ্চয় বুঝে যাওয়ার কথা। বিপিএলের উইকেটের প্রশংসা করেছেন মঈন আলীও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুটি ম্যাচ খেলতে আসা এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমি এর আগেও এসেছি, সবসময় এমন উইকেট পাওয়া যায় না। এবারের উইকেট খুবই ভালো।’
ভালো উইকেটে খেলা হলে ব্যাটারদের স্বাধীনতা নিয়ে শট খেলার সুযোগ থাকে। বোলাররাও ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হয় সেটা আয়ত্ত্ব করার সুযোগ পায়। নিজেদের সামর্থ্যও টের পাওয়ার সুযোগ পান ক্রিকেটাররা। মঈন মনে করেন, ভালো উইকেটে খেললে ভালো ক্রিকেটার উঠে আসে। সেই সঙ্গে বিপিএলের মান বাড়াতে এমন উইকেট জরুরী বলে জানান এই ইংলিশ অলরাউন্ডার।
মঈন বলেন, ‘বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আমি এবার মাত্র দুটি ম্যাচের জন্য এসেছি। উইকেট এবার ভালোই মনে হয়েছে। আসলে আপনি যদি ধারাবাহিকভাবে ভালো উইকেটে খেলেন, তাহলে খেলার মান বাড়ে, ভালো ক্রিকেটারও উঠে আসে। বিপিএলের খেলার মানের জন্য এমন উইকেট খুব জরুরী।’
ভালো ক্রিকেটার বের করে আনতে বিসিবি এই পথেই হাঁটবে কিনা এটা এখন বড় প্রশ্ন। বিপিএলে হাতেনাতে প্রমাণ পাওয়ার পর ভালো উইকেটে ঘরোয়া ক্রিকেট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন না করার কোনো কারণ নেই।