এবার টেস্টেও অধিনায়কত্ব পেলেন বাভুমা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল
২০ জুন ২৫
আগে থেকেই সাদা বলের ক্রিকেটে সাউথ আফ্রিকা্র অধিনায়ক টেম্বা বাভুমা। এবার টেস্ট ক্রিকেটেও প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর বাভুমার প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজের জন্য বাভুমাকে অধিনায়ক করে ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সিএসএ।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ মাঠে গড়াবে এ মাসের শেষের দিকে। আগামী ২৮ ফেব্রুয়ারী সেঞ্চুরিয়ান টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি ৮ মার্চ থেকে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।
প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
১৩ ঘন্টা আগে
সাদা পোশাকে অধিনায়কত্ব পেলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে প্রোটিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সাউথ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ায়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন।