কখনও ভাবিনি ১০০ টেস্ট খেলবো: পূজারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিসবেনে বৃষ্টির জয়, অস্ট্রেলিয়া-ভারতের পয়েন্ট ভাগাভাগি
১৮ ডিসেম্বর ২৪
ভারতের টেস্ট দলের মেরুদণ্ড ধরা হয় চেতেশ্বর পূজারাকে। সাদা পোশাকের ক্রিকেটে এমন অনেক ম্যাচে ভারতের ম্যাচ বাঁচানোর নায়ক হয়েছেন তিনি। সেই পূজারাই এবার শততম টেস্টে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লিতে।
দিল্লি টেস্টে মাঠে নামার আগে সুনীল গাভাস্কারের হাত থেকে শততম টেস্টের ক্যাপও পেয়েছেন তিনি। ক্যারিয়ারের বিশেষ এই মুহূর্তে পূজারার পাশে ছিলেন পরিবারের সদস্যরাও। ভক্ত ও সমর্থকদের উদ্দেশে এদিন নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
গাভাস্কারের হাত থেকে ক্যাপ পেয়ে পূজারা বলেছেন, ‘আপনার কাছ থেকে এই ক্যাপটি পাওয়া সম্মানের। আপনার মতো কিংবদন্তিরা আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি ছোট থেকেই ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু আমি কখনই ভাবিনি যে, আমি ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব। টেস্ট ক্রিকেট আমার কাছে গুরুত্বপূর্ণ ফরম্যাট, এটি জীবনের মতোই আপনাকে চ্যালেঞ্জ করে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য সব তরুণদের কঠোর পরিশ্রম করতে আমি উৎসাহিত করব।’

স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী, আমার পরিবার, বিসিসিআই-এর সবাইকে এবং আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই সফরে আমার পাশে ছিলেন।’ এদিন মাঠে নামার আগে নিজ দলের ক্রিকেটারদের কাছ থেকে গার্ড অব অনারও পেয়েছেন তিনি।
‘ইংল্যান্ডেই সবচেয়ে কঠিন পরীক্ষা দেবে ভারত’
২৯ মে ২৫
শততম টেস্ট খেলা ১৩তম ভারতীয় ক্রিকেটার পূজারা। এর আগে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলিদের মতো ক্রিকেটার এর আগে এই মাইলফলকে নাম লিখিয়েছেন। ১৩ বছরের ক্যারিয়ারে পূজারা ভারতের হয়ে সাদা পোশাকে ৭ হাজার ২১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৪.১৫। পূজারার নামের পাশে রয়েছে ১৯টি সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি রয়েছে ৩৫টি। টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি তার ২০৬ রানের।
শততম টেস্টে মাঠে নামার আগে নিজের ক্যারিয়ারের বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংসের স্মৃতিচারণ করেছেন পূজারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২, সাউথ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি। অ্যাডিলেডে ১২৩ রানের ইনিংসটির কথা উল্লেখ্য করেছেন তিনি।
পূজারা বলেছেন, 'একটি হলো আমার অভিষেকে ৭২ রান। আমি ভেবেছিলাম যে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস গুলোর মধ্যে একটি কারণ আমি তখন নার্ভাস ছিলাম। যদি আমি এই রান না করতাম তাহলে হয়তো আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতাম না। এ কারণেই ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।'
২০১৮ সালে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বেশ কয়েকবার শরীরে আঘাত সয়ে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন পূজারা। শেষ পর্যন্ত এই ম্যাচে ভারত জয় পেয়েছিল ৩১ রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এই ম্যাচটিকেও নিজের পছন্দের শীর্ষে রাখছেন এই ভারতীয় ব্যাটার।
তিনি বলেন, 'এরপর থেকে যদি বলি চিন্নাস্বামীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ আমার অন্যতম পছন্দের ইনিংস। এর বাইরে আমার দেশের বাইরে প্রথম সেঞ্চুরিটি এসেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। আমার মনে হয় সেটা জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংস ছিল। অ্যাডিলেডে ১২৩ এবং গ্যাবায় সেটি শেষ টেস্ট ছিল। তখন আমি শরীরে বেশ কয়েকবার আঘাত পেয়েছিলাম। এগুলোই আমার বিশেষ ইনিংস।'