আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা এবং কাগিসো রাবাদাকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।


গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। ৮৭০ রান করতে স্টোকস চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি সেঞ্চুরিও।


promotional_ad

বল হাতে এই অলরাউন্ডারের গড় ছিল মাত্র ৩১.১৯। নেতৃত্বের দিক থেকেও বছরটা দারুণ গেছে স্টোকসের। ২০২২ সালেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হন তিনি। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দলের খোলনলচেও বদলে দিয়েছেন তিনি।


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

১৩ ঘন্টা আগে
লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট

ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটে ভূমিকা রাখা জনি বেয়ারস্টোও এই ফরম্যাটে বর্ষসেরা হওয়ার মনোনয়ন পান। গত বছর আগ্রাসী ব্যাটিংয়ে ১০ ম্যাচে এক হাজার ৬১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। যেখানে তার গড় ছিল ৬৬.৩১ এবং স্ট্রাইক রেট ছিল ৭৬। মোট ছয়টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তার।


গত বছর বেয়ারস্টোর চাইতে বেশি রান করেন কেবল খাওয়াজা। ১১ ম্যাচে এক হাজার ৮০ রান করেছেন অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার। গড় ৬৭.৫০। সেঞ্চুরি ছিল চারটি এবং হাফ সেঞ্চুরি পাঁচটি।


গত বছর টেস্ট ক্রিকেটে তেমন ভালো সময় কাটায়নি সাউথ আফ্রিকা। যদিও বল হাতে উজ্জ্বল ছিলেন রাবাদা। ৯ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার। পাঁচ উইকেট পেয়েছেন দুবার করে। স্ট্রাইক রেট ছিল ৩৪.১। বেয়ারস্টো, খাওয়াজার পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন তিনিও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball