জ্বরের কারণে ব্যাটিংয়ে নামা হলো না আফিফের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ।।
রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৫ রানে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে একাদশে থাকলেও দলের বিপদে ব্যাট হাতে নামতে পারেননি দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।
দলীয় সূত্রে জানা গেছে, আফিফ ম্যাচের আগে থেকে জ্বরে ভুগছেন। খেলার মতো ফিট থাকায় তাকে একাদশেও রাখা হয়েছিল। এরপর দলের প্রয়োজনে ২ ওভার বোলিংও করেছেন তিনি।

মোটে ১৩ রান খরচা করলেও কোনো উইকেট পাননি আফিফ। মূলত শারীরিক অবস্থার অবনতি হলে ফিল্ডিং থেকে উঠে যান তিনি। এরপর আর ব্যাটিংয়ে নামা হয়নি তার।
রংপুরের দেয়া ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১২৪ রান তুলে ফেলেছিল চট্টগ্রাম। হাতে ৩.৩ ওভার থাকলেও হার মেনে নিতে হয়েছে শুভাগত হোমের দলকে।
এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েও চট্টগ্রামকে জেতাতে পারেননি শুভাগত। তিনি ১৩ রানে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস এসেছে তার ব্যাট থেকে।