‘ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া উচিত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

১৩ ঘন্টা আগে
লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট

ভারত-পাকিস্তানের খেলা মানেই গ্যালারিতে কানায় কানায় ভর্তি দর্শক। চিৎকার, উল্লাস আর উন্মদনায় মেতে বিরাট কোহলি-বাবর আজমদের খেলা উপভোগ করেন সবাই। টিভির সামনে বসেও উল্লাসে ফেটে পড়েন লাখ লাখ সমর্থক। তবে রাজনীতির কারণে আইসিসি বা এসিসি টুর্নামেন্টের বাইরে খেলার সুযোগ নেই তাদের। মোহাম্মদ ইরফান অবশ্য রাজনীতিকে দূরে ঠেলে দুই দেশকে সফর করার পরামর্শ দিয়েছেন।


সবশেষ ২০১৩ সালে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দলের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে। ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। সবমিলিয়ে গেল ৯ বছরের মাঝে কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি পাকিস্তান ও ভারত।


promotional_ad

যদিও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। ২০২৩ সালে ভারতের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও যাবে না তারা। কিছুদিন আগে বিসিসিআইয়ের সচিব জয় শাহ নিশ্চিত করেছেন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে না যাওয়ার হুমকি দিয়েছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

১৬ ঘন্টা আগে
পিসিবি

এসব আলোচনার ফলে শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন নিয়ে। জানা গেছে, ভারত যেতে না চাওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে এবারের এবারের এশিয়া কাপ। এদিকে পাকিস্তানের সাবেক পেসার ইরফান বোর্ডকে সিদ্ধান্ত নিতে বলেছেন। সেই সঙ্গে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে বলেছেন।


এ প্রসঙ্গে ইরফান বলেন, ‘আমি এটা আগেও বলেছি খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। পাকিস্তানের উচিত হবে ভারতে যাওয়া এবং ভারতের উচিত পাকিস্তানে গিয়ে খেলা। এর ফলে দুই দেশের মানুষের মাঝে ভালোবাসা বাড়বে। ক্রিকেটকে আসলে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। এমন বিবৃতি দেয়া উচিত না যে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। এটা বোর্ডকে সিদ্ধান্ত নিতে দাও।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball