হাসানে মুগ্ধ হারিস, রংপুরকে করতে চান চ্যাম্পিয়ন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ সফরে অনিশ্চিত হারিস

৭ জুলাই ২৫
সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে মেজর লিগে খেলার সময় চোটে পড়েছেন হারিস রউফ

‘ভবিষ্যত বাংলাদেশের একটা বড় সম্পদ হিসেবে তৈরি হচ্ছে বলে আমরা মনে করি।’ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসান মাহমুদকে নিয়ে এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। এবার হাসানের বোলিংয়ে মুগ্ধতার কথা জানালেন হারিস রউফ। পাকিস্তানের এই পেসার মনে করেন, হাসান দলের জন্য অনেক কার্যকরী।


নিখুঁত লাইন লেংথ বজায় রেখে বোলিংয়ের সঙ্গে গতির সঞ্চার করতে পারেন হাসান। যেকোনো কন্ডিশনে বাউন্স আদায় করে নেয়ার সক্ষমতাও রয়েছে তার। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত খেলেছেন ১০ টি-টোয়েন্টি। যেখানে তার উইকেট সংখ্যা ১৩টি।


promotional_ad

যার ছয়টিই নিয়েছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের মতো বিপিএলেও আলো ছড়াচ্ছেন ডানহাতি এই পেসার। রংপুর রাইডার্সের জার্সিতে ৫ ম্যাচে হাসানের উইকেট সাতটি। বোলিং করছেন ৭.১৭ ইকনোমি রেটে। রংপুরে হাসানের সঙ্গে খেলছেন হারিস। বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে গিয়ে হাসানের প্রতি মুগ্ধতার কথা জানান পাকিস্তানের এই পেসার।


আরো পড়ুন

হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ

১১ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো

এ প্রসঙ্গে হারিস বলেন, ‘এখানের সব বোলারই বেশ ভালো। তারা আমার কাছে জানতে চায় বোলিং করার ক্ষেত্রে আমার মানসিকতা কেমন থাকে। আমার যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি তাদের বলি। হাসান মাহমুদ দুর্দান্ত একজন বোলার এবং দলের জন্য সে বেশ কার্যকরী একজন।’


বিপিএলের এবারের আসরে দুটি ম্যাচ খেলেছেন হারিস। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ বোলিং করলেও ফরচুন বরিশালের সঙ্গে ছিলেন খরুচে। দুই উইকেট নেয়া ডানহাতি এই পেসার সেদিন দিয়েছিলেন ৪২ রান। ম্যাচ বাই ম্যাচ চুক্তিতে আসায় আর কয়েকটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন হারিস।


বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকলেও রংপুরকে প্লে অফে তোলার সঙ্গে চ্যাম্পিয়ন করতে চান তিনি। যদিও প্লে অফের ম্যাচগুলোতে ডানহাতি এই পেসারের খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। তবুও আশার কথা শুনিয়েছেন হারিস। তিনি বলেন, ‘আমি এই দলকে কোয়ালিফাই করার এবং তাদের চ্যাম্পিয়ন করার চেষ্টা করবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball