আফ্রিদি-রউফদের কোচ হতে আগ্রহী গুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরের দলে থাকা ২ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান শাহীনস
৭ ঘন্টা আগে
পাকিস্তান দলের পেস বোলিং কোচ হতে আগ্রহী উমর গুল। পাকিস্তানের এই সাবেক পেসার এর আগে আফগানিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান দলের দায়িত্ব পেলে নিজেকে সম্মানিত মনে করবেন তিনি।
সম্প্রতি 'এক্সপ্রেস নিউজের' সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন গুল। অবসরের পর সব সময়ই নিজ দেশের হয়ে কাজের সুযোগের অপেক্ষায় ছিলেন এই পেসার। যদিও পাকিস্তান কখনই তার প্রতি আগ্রহ দেখায়নি।

নিজের অভিব্যক্তি জানিয়ে গুল বলেন, 'জাতীয় দলের জন্য কাজ করা অনেক বড় সম্মানের। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আমার দলের কোচ হতে চেয়েছি সব সময়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে কখনও আমাকে প্রস্তাব দেয়নি।'
পাকিস্তান শাহীন্সের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন গুল
৫ জুলাই ২৫
আগামী ৯ ফেব্রুয়ারি শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে পিসিবির। এরপরই জানা যাবে এই কোচের সঙ্গে চুক্তি বাড়াবে নাকি নতুন কোচের খোঁজ করবে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে আফগানিস্তানের সঙ্গে গুলের চুক্তি শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। ফলে পাকিস্তানের কোচ হতে কোনো বাধা নেই তার।
গুল জানিয়েছেন আফগানিস্তান দলের সঙ্গে কাজ দারুণ উপভোগ করেছেন। দলটির সঙ্গে যে বিদেশি কোচরা কাজ করেছেন তারা ভাষাগত কারণে বিভিন্ন সমস্যায় পড়েছেন। যদিও উর্দু জানার কারণে সেই সমস্যায় পড়তে হয়নি তাকে।
এই বিষয়ে খোলাসা করে তিনি বলেন, 'আফগানিস্তানের সঙ্গে কাজ করা দারুণ সম্মানের ব্যাপার ছিল। অনেক বিদেশি কোচই সমস্যায় পড়তো তাদের সঙ্গে কথা বলতে ভাষাগত কারণে। কিন্তু আমার সঙ্গে তাদের সেই সমস্যা হয়নি। এ কারণেই আমি তাদের সাহায্য করতে পেরেছি।'