হৃদয়-জাকিরদের ‘স্বাধীনতা’ দিয়ে সুফল পাচ্ছেন মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন তৌহিদ হৃদয়। নিজের সেরাটা এখনও নিঙরে না দিলেও রানের মধ্যে আছেন জাকির হাসান। সিলেট স্ট্রাইকার্সের টানা চার জয়ের পর জানা গেলো তরুণ এই পারফর্মারদের পারফরম্যান্সের আসল রহস্য। মূলত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেয়া 'স্বাধীনতার' কারণেই বদলে গেছেন এই ক্রিকেটাররা।
এবারের আসরে দারুণ পারফর্ম করে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন হৃদয়। আসরে খেলা চারটি ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন তিনি।

প্রথম ম্যাচে ব্যাটিং পাননি হৃদয়। দ্বিতীয় ম্যাচে করেন ৩০ বলে হাফ সেঞ্চুরি। তৃতীয় ম্যাচে করেন ৩৭ বলে ৫৬ রান। আর আঙুলের ইনজুরিতে পড়ার ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৮৪ রান। টানা তিন ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন হৃদয়।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
হৃদয়ের এমন পারফরম্যান্সের পর মাশরাফির বক্তব্য, 'হৃদয়কে আমরা আমরা ওর মতো ছেড়ে দিয়েছি। আগের ম্যাচে দেখুন, উইকেটে গিয়ে প্রথম বলে ছক্কা মেরেছে। আমি ওকে পুরো ব্যাক আপ করেছি। ওই শটে যদি আউট হতো, আমরা ওকে কিছুই বলতাম না। এভাবে পাশে থাকা প্রয়োজন। আমাদের দল থেকে, বিশেষ করে আমি যতক্ষণ আছি, ওই সুযোগটা দিয়েছি যে, ও যেন যেভাবে চায়, সেভাবে নিজেকে মেলে ধরতে পারে।'
এখনও বড় রানের ইনিংস না খেললেও ক্রমাগতই কার্যকরী ইনিংস খেলে যাচ্ছেন জাকির। ২১ বলে ২৭, ১০ বলে ২০, ১৮ বলে ৪৩ রানের সুবাদে চলতি আসরে ১৭৫ স্ট্রাইক রেটে খেলছেন এই ব্যাটার।
মাশরাফি মজেছেন জাকিরের ওপরেও, 'ওদেরকে যেটা বলা হয়েছে যে, উইকেট বুঝে টি-টোয়েন্টি যেভাবে খেলা উচিত, সেভাবে যেন খেলে। ওই স্বাধীনতা ওদের শুরু থেকেই দিয়েছি। আমাদের থেকে ওদের ওপর কোনো চাপ নেই।'
'জাকিরকে আগের দিন আমরা বলেছি জুটি গড়তে। কিন্তু ও উইকেটে গিয়ে একটি চার মারল, ছয় মারল। ওর কাছে মনে হয়েছে, উইকেট ভালো, চান্স নিতে পারবে, আমরাও ব্যাক আপ করছি। উইকেট খারাপ হলে যদি ১০ বলে ১০ করে, তাহলেও সমস্যা নেই। আমার কথা হচ্ছে, এই জায়গাটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ।'