এত সমালোচনার মধ্যেও মিরপুরের উইকেটে ইতিবাচকতা খুঁজছেন মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ডিআরএস না থাকা, বাজে আম্পায়ারিংসহ চলছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এসবে সমস্যা দেখছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও ঢাকার উইকেটে মুগ্ধ সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক।


এবারের বিপিএলের ঢাকা পর্বে শুরু থেকেই বড় রানের ম্যাচ হচ্ছে, যেটা আগের আট আসরে খুব কমই দেখা গেছে। আর তাই ঢাকার উইকেটের ব্যাপারে ইতিবাচকতা খুঁজে পেয়েছেন মাশরাফি।


আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সিলেট। এর মধ্যে চারটিতেই জিতেছে মাশরাফির দল। ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট ১৯৪ রান তাড়া করে জিতেছিল। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৪৯ রান তাড়া করে জিতেছিল তারা।


promotional_ad

মঙ্গলবারের (১০ জানুয়ারি) ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেট করে ২০১ রান। কেবল নিজেদের প্রথম ম্যাচটি ছাড়া সবগুলো ম্যাচেই বড় রান করে জিতেছে মাশরাফির দল। মিরপুরের চিরায়িত স্লো উইকেটে বিপিএল শুরুর দিকে এমনটা প্রত্যাশা করাই যেখানে কঠিন ছিল।


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

আর তাই উইকেট প্রসঙ্গে সন্তুষ্ট হয়ে মঙ্গলবারের ম্যাচের পর মাশরাফি বলেন, 'এই উইকেটে এবার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বোলারদের জন্য ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়তে থাকে যে, এখানে জায়গা দিলে (ব্যাটসম্যানকে), স্কিল না থাকলে সমস্যা হবে। এরকম উইকেটে খেলা হলে ভালো হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।'


সিলেটের ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচেও রান হচ্ছে এবারের বিপিএলে। মঙ্গলবারই রংপুর রাইডার্সের করা ১৫৮ রান অতিক্রম করে জিতেছে বরিশাল। এছাড়া খুলনা টাইগার্সের ১৭৮ রান অতিক্রম করে জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


এ ছাড়া প্রথম দিনের রাতের খেলায় রংপুর করে ১৭৬, যা অতিক্রম করতে ব্যর্থ হয় কুমিল্লা। এসব ম্যাচ নজর এড়ায়নি মাশরাফির। আর তাই অনেক সমস্যার মাঝে মিরপুরের উইকেটকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।


'অনেক কিছু ভালো হতে পারত, অনেক সীমাবদ্ধতা আছে। তবে টুর্নামেন্ট যখন মাঠে গড়িয়েছে… দেখুন, আমরা আগে একবার প্রায় দুইশ তাড়া করে জিতেছি, আজকে দুইশ করেছি, অন্যান্য ম্যাচে ১৬০ রান তাড়া করছে, ক্রিকেটারদের একটা অভ্যাস গড়ে উঠছে। দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার লেভেল ওপরে নিতে না পারে, এটা তার ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball