মাশরাফিকে বিসিবিতে দেখতে চান বাবা গোলাম মুর্তজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
জাতীয় দল থেকে দূরে অনেকদিন। তবুও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন।
দলটির অধিনায়কেরও দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। ক্রিকেটের একেবারে সায়াহ্নে এসে পৌঁছে গেছেন এই পেসার। অনেকেই তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখতে চান।

অনেকবার দাবিও উঠেছে দেশসেরা এই পেসারকে বিসিবির সঙ্গে জড়ানোর। তবে সেই প্রত্যাশা মেটেনি। মাশরাফির বাবা গোলাম মুর্তজাও তাকে বিসিবিতে দেখতে চান। তিনি আশাবাদী বিসিবিতে কাজ করলে ভালো করবেন এই ক্রিকেটার।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
তিনি বলেন, 'সম্ভাবনা তো আছেই। আমরা তো চাই সে যেটা ভালো জানে ভালো পারে... বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে। আমি এটা জোড়ালোভাবে বিশ্বাস করি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করবে সেটা তো আমরা ভালো বুঝেন।'
'এটা অন্য সিদ্ধান্ত। আমি এখান থেকে বলতে পারবো না। তবে আমি এতোটুকু বলি, যেহেতু সে ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলেছে ক্রিকেটের অনেক কিছু সে জানে ক্রিকেটে সে যদি আসে আমার শতভাগ বিশ্বাস সে অনেক ভালো করতে পারবে।'
এরই মধ্যে বিপিএলের এবারের আসরে চার ম্যাচ খেলে ফেলেছে মাশরাফির সিলেট। তারা চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। মঙ্গলবার তারা ঢাকা ডমিনেটরসকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে।