‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো’
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান
১১ জুলাই ২৫
ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবস্থা করতে না পারায় এডিআরএস (অ্যাল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) দিয়ে বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চাহিদা পূরণ করতে পারছে না বিকল্প এই সিস্টেম। ফলে তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক জানালেন, এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।
বিপিএল শুরুর আগে টুর্নামেন্টের গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, সীমাবদ্ধতার কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ডিআরএস পাওয়া যাবে না। যদিও নক আউট ম্যাচে ডিআরএস রাখার আশ্বাস দিয়েছেন তারা। এডিআরএস ব্যবহার করলেও সেখানে হক আই সিস্টেম নেই। বল ট্র্যাকিং সিস্টেমও নেই। তাতে করে শতভাগ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই আম্পায়ারদের।

ফলে বিতর্ক কমাতে গিয়ে আরও যেন বিতর্ক বাধাচ্ছে ডিআরএসের বিকল্প এই সিস্টেম। ঢাকা ডমিনেটর্সের ব্যাটার সৌম্য সরকারের বিপক্ষে দেয়া এক সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সৌম্যর ঘটনার পর রংপুর-ফরচুন বরিশাল ম্যাচেও এই সিস্টেম বিতর্কের জন্ম দিয়েছে। বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বল এনামুল হক বিজয়ের প্যাডে লাগলেও লেগ বিফোর উইকেটে আউট দেননি আম্পায়ার।
হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ
১১ জুলাই ২৫
যে কারণে রিভিউ নেন রংপুরের অধিনায়ক সোহান। রিপ্লে দেখে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে বিজয়কে আউট দেন টিভি আম্পায়ার। এমন কাণ্ডে চটে যান বিজয়, জড়ান আম্পায়ারের সঙ্গে তর্কেও। ম্যাচ শেষে এই ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে সোহান জানান, এটার ফলে আম্পায়াররাও চাপে পড়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘আমার মনে হয় আম্পায়াররাও (এডিআরএসের কারণে) অনেক বেশি চাপে পড়ে যাচ্ছে। পূর্ণাঙ্গভাবে (ডিআরএস) থাকলে হয়তো তাদের জন্যও সুবিধা হয়। এই চাপের ক্ষেত্রে আসলে... সবাই তো মানুষ। মাঠের ভেতরে এক-দুইটা ভুল হতেই পারে। এইটা আসলে আরেকটু ভালো হলে সবার জন্য ভালো হতো। আমার কাছে মনে হয়, (এডিআরএস) না থাকলেই ভালো।’
এদিকে মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, ডিআরএস থাকলে বিজয়ের আউট নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যেতো। মিরাজ বলেন, ‘যদি আমরা দেখি, (এনামুল হক) বিজয় ভাইয়ের আউট যেটা হয়েছে, এক্ষেত্রে যদি ডিআরএস থাকত তাহলে খুবই স্বচ্ছ হতো। এরকম দুই-একটা ঘটনা হতে পারে। তবে দিন শেষে আমি মনে করি, পেশাদারত্ব দেখিয়ে অনেক কিছু অনেক সময় মেনে নিতে হয়।’