আরব আমিরাতের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগিয়ে সফল উসমান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টানা পাঁচ হারে তলানিতেই থাকল ঢাকা

৯ জানুয়ারি ২৫
চিটাগং কিংসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী, ক্রিকফ্রেঞ্জি

আরব আমিরাতের অভিজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজে লাগিয়ে সফল হয়েছেন উসমান খান। তার অসাধারণ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


আড়াই বছর আগে জন্মভূমি পাকিস্তান ছেড়ে ক্যারিয়ারে দারুণ কিছুর প্রত্যাশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান উসমান। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে খেলার ইচ্ছে তার। যদিও সেই ইচ্ছে পূরণ করতে হলে তিন বছর সেখানে থাকতে হতো উসমানকে।


promotional_ad

পাকিস্তানে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উসমান ইতোমধ্যেই পার করে ফেলেছেন আড়াই বছর। আর ছয় মাস দেশটিতে থাকলেই সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে নামতে পারবেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশ সফরের দলে থাকা ২ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান শাহীনস

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

আরব আমিরাতের উইকেটের সঙ্গে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে মিল থাকায় সেটির সর্বোচ্চ ব্যবহার করেছেন উসমান। ৫৮ বলে খেলা অপরাজিত ১০৩ রানের ইনিংসটিতে ছিল দশটি চার ও পাঁচটি ছক্কার মার।


নিজের ইনিংস নিয়ে উসমান বলেন, 'ঢাকার উইকেট কিছুটা গ্রিপ করে। আমার বড় ভাই নাদিম ভাই করাচিতে ক্রিকেট খেলেন। উনি আমাকে ফোনে বোঝাচ্ছিলেন যে বল গ্রিপ করলে শুরুতে যেন মিড উইকেটের দিকে না খেলি। বোলারকে নিজের রেঞ্জে নিয়ে তার পর যেন শট খেলি। আমি আরব আমিরাতে যেখানে খেলি, এরকম কন্ডিশনই থাকে। সেখানেও শিশির পড়ার পর বল সুন্দর ব্যাটে আসে।'


'প্রথম তিন ওভার আমি সামনের পায়ে খেলিইনি। সময় নিয়েছি। তার পর দেখেছি, বল ব্যাটে আসছে। আমি ঠিক করেছিলাম, শুরুতে সোজা ব্যাটে খেললে ব্যাটে লাগবে। এরপর উইকেট আস্তে আস্তে ভালে হয়ে ওঠে।'


প্রথম ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি উসমান। দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামলেও প্রথম ম্যাচে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল তাকে। সেই ম্যাচে চার বলে দুই রান করতে পেরেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball