আরব আমিরাতের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগিয়ে সফল উসমান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা পাঁচ হারে তলানিতেই থাকল ঢাকা
৯ জানুয়ারি ২৫
আরব আমিরাতের অভিজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজে লাগিয়ে সফল হয়েছেন উসমান খান। তার অসাধারণ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আড়াই বছর আগে জন্মভূমি পাকিস্তান ছেড়ে ক্যারিয়ারে দারুণ কিছুর প্রত্যাশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান উসমান। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে খেলার ইচ্ছে তার। যদিও সেই ইচ্ছে পূরণ করতে হলে তিন বছর সেখানে থাকতে হতো উসমানকে।

পাকিস্তানে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উসমান ইতোমধ্যেই পার করে ফেলেছেন আড়াই বছর। আর ছয় মাস দেশটিতে থাকলেই সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে নামতে পারবেন তিনি।
বাংলাদেশ সফরের দলে থাকা ২ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান শাহীনস
৬ ঘন্টা আগে
আরব আমিরাতের উইকেটের সঙ্গে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে মিল থাকায় সেটির সর্বোচ্চ ব্যবহার করেছেন উসমান। ৫৮ বলে খেলা অপরাজিত ১০৩ রানের ইনিংসটিতে ছিল দশটি চার ও পাঁচটি ছক্কার মার।
নিজের ইনিংস নিয়ে উসমান বলেন, 'ঢাকার উইকেট কিছুটা গ্রিপ করে। আমার বড় ভাই নাদিম ভাই করাচিতে ক্রিকেট খেলেন। উনি আমাকে ফোনে বোঝাচ্ছিলেন যে বল গ্রিপ করলে শুরুতে যেন মিড উইকেটের দিকে না খেলি। বোলারকে নিজের রেঞ্জে নিয়ে তার পর যেন শট খেলি। আমি আরব আমিরাতে যেখানে খেলি, এরকম কন্ডিশনই থাকে। সেখানেও শিশির পড়ার পর বল সুন্দর ব্যাটে আসে।'
'প্রথম তিন ওভার আমি সামনের পায়ে খেলিইনি। সময় নিয়েছি। তার পর দেখেছি, বল ব্যাটে আসছে। আমি ঠিক করেছিলাম, শুরুতে সোজা ব্যাটে খেললে ব্যাটে লাগবে। এরপর উইকেট আস্তে আস্তে ভালে হয়ে ওঠে।'
প্রথম ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি উসমান। দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামলেও প্রথম ম্যাচে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল তাকে। সেই ম্যাচে চার বলে দুই রান করতে পেরেছিলেন তিনি।