জাকেরের আক্ষেপ, 'দুইটা ছক্কার'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে কুমিল্লার ইনিংস একাই টেনেছেন তরুণ ব্যাটার জাকের আলী অনিক। তার অপরাজিত ৪৩ বলে ৫৭ রানের ইনিংসেই ১৪৯ রানের লড়াইয়ের পুঁজি পেয়েছিল কুমিল্লা।
যদিও বোলারদের ব্যর্থতায় তার এই ইনিংস পূর্ণতা পায়নি। দিন শেষে কুমিল্লার এই ব্যাটার দুটি ছক্কার আক্ষেপ করেছেন। বিপিএলে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দারুণ আনন্দিত জাকের। তবে ম্যাচ জিততে না পেরে কিছুটা হতাশা রয়েই গেছে তার মনে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আসলে, প্রথম ফিফটি (বিপিএলে) অনেক ভালো লাগছে। তবে ম্যাচ জিতলে আরও ভালো লাগতো। আমরা তো ম্যাচ জেতার জন্যই খেলি। তো আমার মনে হয় আমার ফিফটি টা কাজে লাগত যদি আমরা জিততে পারতাম।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ
২১ মে ২৫
ঢাকায় গত কয়েকদিন ধরেই বইছে শৈত প্রবাহ। ফলে সূর্যের দেখা মেলাই ভার ছিল। তবে সোমবার সকাল থেকেই ছিল সূর্যের উপস্থিতি। এর ফলে উইকেটও ব্যাটারদের পক্ষে কথা বলেছে। যদিও ম্যাচ শেষে ১৫-২০ রানের আক্ষেপ করেছেন তিনি।
জাকের বলেন, ‘হ্যাঁ, কিছুটা ভালো ছিল (ওয়েদার)। তবে প্রথম ইনিংসে ব্যাটিং করা সবসময় কঠিন। যেহেতু ওয়েদারটা… ওভারকাস্ট ওয়েদার। আমরা চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয় আমরা ১৫-২০ রান শর্ট ছিলাম। আমিও স্লগে অতটা রান করতে পারিনি। আমি আরও ২ টা ছয় মারতে পারলে আরও সহজ হয়ে যেতো, যেহেতু আমি সেট ছিলাম।’
নিজের ফর্ম ধরে রেখে দলের জন্য রান করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাকের। তার ভাষ্য, ‘এখনো আমার মনে হয় অনেক রান করা বাকি আছে। দলকে জেতানোটা গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটু স্ট্রাইক রেটটা বাড়িয়ে যেতে পারতাম, আরও দুইটা ছয় বেশি মারতে পারতা তাহলে হয়তোবা দলের জন্য বেশি ভালো হত।’