আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন প্রিটোরিয়াস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন প্রোটিয়া এই পেস বোলিং অলরাউন্ডার।


২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সাউথ আফ্রিকার হয়ে তিন সংস্করণের ক্রিকেটেই দেখা যায় প্রিটোরিয়াসকে। জাতীয় দলের হয়ে ৩০টি টি-টোয়েন্টি, ২৭টি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলেছেন তিনি।


promotional_ad

৩৩ বছর বয়সী এই পেসার তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন ৭৭টি। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে তিন সংস্করণে করেছেন ৫৩৬ রান।


অবসর নিয়ে প্রিটোরিয়াস বলেন, 'কিছুদিন আগে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বেড়ে ওঠার সময় আমার একমাত্র লক্ষ্য ছিল প্রোটিয়াদের হয়ে খেলা।'


'বাকি জীবনে আমি আমার লক্ষ্য টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ওপর নিতে চাই। যেহেতু একজন ফ্রি এজেন্ট হিসেবে থাকব, সংক্ষিপ্ত ভার্সনে আমি একজন সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারব। আমি আমার পরিবার ও ক্রিকেটকে সমন্বয় করে চলতে পারব।'


সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন প্রিটোরিয়াস। দেশের হয়ে দুটি বিশ্বকাপেও খেলতে দেখা গেছে তাকে। প্রিটোরিয়াসের অবসরের ঘোষণায় তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছে সিএসএ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball