পাকিস্তান-ভারত সফরে হেনরির বদলি ব্রেসওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ফিরলেন মিলনে-হেনরি, নেই উইলিয়ামসন

২৭ জুন ২৫
ফাইল ছবি

ইনজুরির কারণে নিউজিল্যান্ড দলের ভারত ও পাকিস্তান সফরে খেলা হচ্ছে না ম্যাট হেনরির। এই পেসারের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন ডগ ব্রেসওয়েল। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই জায়গাতেই ওয়ানডে সিরিজ খেলবেন ব্রেসওয়েল।


করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সময় অ্যাবডোমিনাল স্ট্রেইনের ইনজুরিতে পড়েন হেনরি। ৩১ বছর বয়সী এই পেসারকে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত রিহ্যাবে সময় পার করতে হবে।


promotional_ad

যার কারণে আসন্ন দুটি সিরিজে তাকে ছাড়াই ভাবতে হচ্ছে কিউইদের। এদিকে গত বছরের এপ্রিলের পর এবারই জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের হয়ে ৬৮টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।


টেস্ট সিরিজ শেষ করে বর্তমানে পাকিস্তানেই আছে কিউই দল। দলটির সঙ্গে আগামী বুধবার (১০ জানুয়ারি) যোগ দেবেন ৩২ বছর বয়সী ব্রেসওয়েল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।


এদিকে ভারত সফরে যাওয়া হচ্ছে না অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদির। তার বদলে এই সফরে ডাক পেয়েছেন তরুণ পেসার জ্যাকব ডাফি।


১৩ জানুয়ারি পাকিস্তান সফর শেষ করে ভারতে রওনা দেবে কিউইরা। ১৮ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদ, রায়পুর এবং ইন্দোরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball