ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্রেভিস-প্রিটোরিয়াসদের নিয়ে প্রোটিয়াদের টেস্ট দল ঘোষণা

৮ জুন ২৫
ব্রেভিস ও প্রিটোরিয়াস, সিএসএ

আধুনিক ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তারে বোলাররা যেমন বোলিংয়ে বৈচিত্র্য যোগ করছেন তেমনি করে ব্যাটাররাও নতুন শটের সন্ধানে ছুঁটছেন। সাম্প্রতিক সময়ে নতুন সব শট খেলে ক্রিকেট বিশ্বকাপকে চমকে দিচ্ছেন সূর্যকুমার যাদব। তবুও যেন থামছেন না ভারতের ডানহাতি এই ব্যাটার।


ডেওয়াল্ড ব্রেভিসের মতো করে ‘নো লুক শট’ খেলায় পারদর্শী হতে চান সূর্যকুমার। সাউথ আফ্রিকার তরুণ এই ব্যাটার যেন তাকে এই শটটি শিখিয়ে দেন সেই আবদার করেছেন তিনি। তবে সেটি করতে গিয়ে সুর্যকুমারের কাছে থেকে নতুন শট শিখতে চান ব্রেভিস।মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আলোচনার সময় এমনটা জানান তারা দুজন।


promotional_ad

নো লুক শট শিখতে চেয়ে ব্রেভিসকে উদ্দেশ্য করে সূর্যকুমার বলেন, ‘তুমি যেভাবে ব্যাটিং করছো আমি সেভাবে খেলতে চাই। তোমার আমাকে নো লুক শট শেখাতে হবে।’ প্রতিউত্তরে ব্রেভিস বলেন, ‘আমি অবশ্যই তোমাকে এই শট শেখাব। এটা আমার জন্য একটি সম্মানের হবে। কিন্তু বিনিময়ে তোমাকেও আমাকে কিছু শট শেখাতে হবে।’


আরো পড়ুন

আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার

১৮ জুন ২৫
ভারতের অনুশীলন জার্সিতে সূর্যকুমার যাদব

যদিও সাউথ আফ্রিকার তরুণ এই ক্রিকেটার জানান, সেই শট তিনি কিভাবে খেলেন সেটা নিজেও জানেন না। ব্রেভিস বলেন, ‘আমি তোমাকে একটি মজার জিনিস বলতে চাই. আমার নো লুক শট স্বয়ংক্রিয়ভাবে হয়। এটা বেশ অদ্ভুত ব্যাপার। আমি জানি না এটা কিভাবে হয়। আমার মনে হয় যখনই মাথা নিচু করে ভাবি, তখনই শটটা খুব ভালো খেলা হয়।’


কিছুদিন আগে সাউথ আফ্রিকার ঘরোয়া লিগ সিএসএ টি–টোয়েন্টি চ্যালেঞ্জে টাইটানের হয়ে ৫৭ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন ব্রেভিস। সমান ১৩টি করে ছক্কা-চার মারা এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ২৮৪.২১। এদিন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও গড়েন ব্রেভিস।


ওয়ানডেতে ১০০ বল পেলে ট্রিপল সেঞ্চুরি করবে কিনা, ব্রেভিসকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সুর্যকুমার। ভারতের ডানহাতি এই ব্যাটার বলেন, ‘শেষবার আমি দেখেছিলাম টি-টোয়েন্টি ম্যাচে ৫০-৫৫ বলে ১৬০-১৬৫ রান করেছিলে। তাই এখন ওয়ানডেতে ১০০ বলের কাছাকাছি ব্যাট করার সুযোগ পেলে কি ট্রিপল সেঞ্চুরি করবে?’


সবকিছু মুহূর্তের মাঝে ঘটে গেছে বলে জানান তরুণ এই ব্যাটার। ব্রেভিস বলেন, ‘এটা আমার জন্য অন্য একটি সাধারণ দিনের মতো ছিল। এই মাত্র ঘটেছে. আমি বুঝতে পারিনি যে আমি সেই মুহূর্তে কি করছিলাম, মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গিয়েছিল। এক পর্যায়ে আমি নন-স্ট্রাইকার প্রান্তে আমার সতীর্থকে বলেছিলাম যে আমি প্রতিটি বলে ছক্কা মারার চেষ্টা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball