অধিনায়ক হার্দিকের জীবন বদলে দিয়েছেন নেহরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে দুর্দান্ত বোলিংয়ে ভারতের ক্রিকেটে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার দায়িত্বে থাকা হার্দিক বদলে গেছেন আইপিএলের সবশেষ আসরে। এমন ব্যাটিংয়ের সঙ্গে এখন ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসায়ও পটু হয়ে উঠেছেন তিনি। গুজরাট টাইটান্সকে শিরোপা জিতিয়ে অধিনায়ক হিসেবেও সুখ্যাতি পেয়েছেন হার্দিক। নিজের অধিনায়ক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে গুজরাটের কোচ আশিষ নেহরাকে কৃতিত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।


যুব ক্রিকেটে কখনই ভারতের কোনো দলকে নেতৃত্?? দেননি হার্দিক। আইপিএলের সবশেষ আসরের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলার সময়, সেটিও বারোদার জার্সিতে। এরপর নেতৃত্ব ছেড়ে সবার পরামর্শে নিজের খেলায় মনোনিবেশ করেন হার্দিক।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর সেই গল্প শুনিয়েছেন তিনি। হার্দিক বলেন, ‘আমি কখনও জুনিয়র ক্রিকেটেও নেতৃত্ব দিইনি। আমি যখন অনূর্ধ্ব-১৬ দলে ছিলাম তখন বারোদাকে নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু তারপর সবাই বলে আমার নিজের খেলায় মনোনিবেশ করা উচিত। তারপর থেকে আমি সত্যিই কোনো দলের নেতৃত্ব দিইনি।’


আরো পড়ুন

ইংল্যান্ড সফরে সিরাজ ২৫-৩০ উইকেট নিলেও অবাক হবেন না নেহরা

৩০ জুন ২৫
ফাইল ছবি

অধিনায়ক হিসেবে সেভাবে পরিচিত না হলেও হার্দিকের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় গুজরাট। প্রথমবার আইপিএলে আসা দলটির দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন এই অলরাউন্ডার। গুজরাটের জার্সিতে অধিনায়ক হিসেবে প্রথমবার জিতেছেন আইপিএল শিরোপা। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকের অধীনে ৮ ম্যাচ খেলা ভারত জয় পেয়েছে ৬ ম্যাচে।


গুঞ্জন রয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের ২০ ওভারের দলের দায়িত্ব দেয়া হতে পারে হার্দিককে। এমন গুঞ্জনের সময় তাকে বদলে দেয়ার কারিগরকে স্মরণ করেছেন তিনি। গুজরাটে নেহরার অধীনে খেলেছেন হার্দিকরা। দলটির প্রধান কোচই তার জীবনে বড় পরিবর্তন এনেছে বলে স্বীকার করেছেন তিনি।


এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘গুজরাট টাইটান্সে আমি কোন ধরনের কোচের সঙ্গে কাজ করেছি তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশিষ নেহরা আমার জীবনে বড় একটি পরিবর্তন এনেছে। ক্রিকেটীয় চিন্তাভাবনার ক্ষেত্রে আমরা একই রকম। আমরা হয়তো ব্যক্তিত্বের দিক থেকে আলাদা কিন্তু ক্রিকেটের কথা বললে তখন অনেকটা একই রকম।’


নেহরার সঙ্গে কাজ করাটা হার্দিকের অধিনায়কত্বে আলাদা মাত্রা যোগ করেছে বলে জানান তিনি। হার্দিক বলেন, ‘কারণ আমি তার সঙ্গে ছিলাম, এটি আমার অধিনায়কত্বে আলাদা মাত্রা যোগ করেছে। আমি যা জানি না পেতে আমাকে সাহায্য করেছে। এটা আশ্বাস পাওয়ার ব্যাপার ছিল, আমি সবসময় খেলাটি সম্পর্কে জানতাম এবং সচেতন ছিলাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball