‘ফিল্ডিংয়ে থাকলে বলতাম ফেয়ার হয়নি, ব্যাটিংয়ে তাই অভিযোগ নেই’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সৌম্য সরকার আউট নাকি আউট নন, সেই সিদ্ধান্তে পৌঁছাতে আম্পায়ারদের যেন ঘাম বের হয়ে যাচ্ছিলো। বাকবিতাণ্ড পেরিয়ে কয়েক মিনিটের নাটকীয়তা শেষে সৌম্যকে নট আউট দেন টিভি আম্পায়ার। বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চটেছিলেন খুলনা টাইগার্সের তামিম ইকবাল। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনও যে এমনটাই করতেন তা বোঝা গেল তার কথায়। ব্যাটিং দল হওয়ায় কোনো অভিযোগ না করা নাসির জানালেন, ফিল্ডিং করলে এমন সিদ্ধান্তকে আনফেয়ার বলতেন।
ঘটনাটি ঘটে খুলনা ও ঢাকা ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে। নাসুম আহমেদের বলে স্লগ সুইপ করতে চেয়েছিলেন সৌম্য। তবে ব্যাটে-বলে করতে পারেননি তিনে নামা এই ব্যাটার। ততক্ষণাৎ সৌম্যর বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন করেন খুলনার ফিল্ডাররা। তাতে সাড়া দিয়ে আঙুল তুলে আউট দেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল।

যদিও এমন সিদ্ধান্তে খুশি হতে না পেরে রিভিউ নেন সৌম্য। ডিআরএস না থাকলেও বিকল্প হিসেবে রাখা এডিআরএসে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় বল সৌম্যর গ্লাভসে লেগেছে, তবুও অনফিল্ড আম্পয়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার। এটা মেনে নিতে পারেননি সৌম্য। যে কারণে মাঠ ছাড়তে চাননি বাঁহাতি এই ব্যাটার।
এরপর গাজী সোহেল আবারও টিভি আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সিদ্ধান্ত বদলে সৌম্যকে নট আউট দেন। এরপর চটে যান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি এবং ওপেনার তামিম। খানিকটা সময় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের। এমন ঘটনা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন নাসির। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে।
এ প্রসঙ্গে নাসির বলেন, ‘আমরা যদি ফিল্ডিংয়ে থাকতাম, তাহলে বলতাম ফেয়ার হয়নি। এখন যেহেতু আমরা ব্যাটিং, তাহলে বলবো এটা ঠিক আছে। আর আম্পায়ারের কথা বলবো, তাদের কাজটা একটু কঠিন। অনফিল্ড যদি রিভিউ না থাকে, মানুষ মাত্রই তো ভুল। এত ভালোভাবে আম্পায়ারিং...বড় বড় আম্পায়াররাও বিশ্বের ভুল করে।’
‘আমার মনে হয় এটা এভাবেই দেখা উচিত। ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে রিভিউ যদি সঠিকভাবে থাকতো, তাহলে ভালো হতো। এখন যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, আম্পয়ার যে সিদ্ধান্ত দেবে বা নেবে, এটাই আমাদের মেনে নিতে হবে। এটাই ক্রিকেটের স্পিরিট ও আমার মনে হয় সবচেয়ে ভালো।’