ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে বরিশালের অধিনায়ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
৫ ঘন্টা আগে
এতদিন জানা ছিল বিপিএলের নবম আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসের সময় বদলে যায় দৃশ্যপট। টুর্নামেন্টে দলটির প্রথম ম্যাচে টস করতে আসেন মেহেদি হাসান মিরাজ। যা অবাক করে দেয় সকলকেই!
পুরো আসরে তিনিই যে বরিশালকে নেতৃত্ব দেবেন, এটাও পুরোপুরি নিশ্চিত নয়। গেল মৌসুমের রানার্স আপ এই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবেন তারা। যদিও সিলেটের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত এ নিয়ে কোন কিছুই জানায়নি দলটি।

গত আসরে বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবারও আছেন এই দলে। তাই অনেকে ধরেই নিয়েছেন সাকিবই নেতৃত্ব দেবেন এ আসরে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অবশ্য ছিলেন মিরাজ। তখন বলা হয়েছিল, দলের প্রতিনিধি হয়ে এসেছেন তিনি।
কিন্তু শনিবার মিরাজকে টসে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান অনেকেই। তবে টসের ২৫ মিনিট পর দলের পক্ষ থেকে জানানো হয় ম্যানেজার সাজ্জাদ আহমেদের বার্তা, ‘ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।’
এদিন অবশ্য শুধু বরিশালই সবাইকে চমকে দেয়নি। চমক দেখিয়েছে সিলেট???। দলটির হয়ে মাশরাফি বিন মুর্তজার জায়গায় টস করতে নামেন মুশফিকুর রহিম। একটু পর দলের আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকায় আবার অধিনায়ক হিসেবে রাখা হয় মাশরাফিকেই।
যদিও খেলোয়াড় তালিকার নিচে স্বাক্ষরের জায়গায় দেখা যায় অধিনায়ক মাশরাফির পক্ষে স্বাক্ষর দিয়েছেন মুশফিক। সিলেট স্ট্রাইকার্স দল থেকে জানানো হয়, ‘জাতীয় দায়িত্বে’ ব্যস্ত থাকায় মাশরাফির মাঠে আসতে একটু দেরি হয়। তাই তার হয়ে টস করেন মুশফিক। মাঠে অধিনায়কত্ব করবেন মাশরাফিই।