কামিন্স-হেজেলউডের দুর্দান্ত বোলিং, বিপাকে সাউথ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড
৯ সেপ্টেম্বর ২৫
পেস বোলিং সহায়ক উইকেটে সাউথ আফ্রিকাকে চেপে ধরলেন প্যাট কামিন্স ও জস হেজেলউড। অস্ট্রেলিয়ার দুই পেসারের বোলিং তোপে সেভাবে দাঁড়াতেই পারেননি সাউথ আফ্রিকার ব্যাটাররা। চতুর্থদিন শেষে অজিদের চেয়ে এখনও ৩২৬ রানে পিছিয়ে থাকা সাউথ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৪৯ রান। ফলো অন এড়াতে এখনও ১২৬ রান করতে হবে সফরকারীদের।
সিডনিতে এদিনও প্রথম সেশন ভেস্তে গেছে বেরসিক বৃষ্টিতে। নিজেদের জয়ের সুযোগ তৈরিতে উসমান খাওয়াজার ডাবল সেঞ্চুরি বিসর্জন দেয় অস্ট্রেলিয়া। বাঁহাতি এই ওপেনার ১৯৫ রানে অপরাজিত থাকা অবস্থাতেই ৪ উইকেটে ৪৭৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন কামিন্স। বোলিংয়ে নেমে শুরু থেকেই প্রোটিয়াদের চেপে ধরেন চোট কাটিয়ে ফেরা হেজেলউড। ইনিংসের নবম ওভারে অস্ট্রেলিয়াকে উইকেট এনে দেন এই পেসার।

হেজেলউডের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৫ রান করা ডিন এলগার। আরেক ওপেনার সারেল এরউইকে ইনিংস বড় করতে দেননি নাথান লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন এরউই। প্রোটিয়া এই ওপেনার আউট হয়েছেন ১৮ রানে।
তিনে নামা হেনরিখ ক্লাসেন আউট হয়েছেন থিতু হওয়ার আগেই। কামিন্সের শর্ট ডেলিভারিতে উইকেটকিপার ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে ২ রানে ফিরেছেন এই ব্যাটার। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টেম্বা বাভুমা ও খাওয়া জন্ডো। তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। বাভুমার বিদায়ে ভাঙে তাদের এই জুটি। হেজেলউডের বলে ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৩৫ রান করা এই ব্যাটার।
হাফ সেঞ্চুরি করা হয়নি জন্ডোরও। কামিন্সের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ৩৯ রান করা এই ব্যাটার। শেষ বিকেলে কামিন্সের বলে স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে ক্যাচ দেন ১৯ রান করা কাইল ভেরেইনা। এরপর আর কোন উইকেট না হারিয়ে দিন পার করেন মার্কো জেনসেন ও সাইমন হার্মার। কামিন্স তিনটি এবং হেজেলউড নিয়েছেন দুটি উইকেট।