'সাকিব যদি এই কথা না বলতো, তাহলে কি এত প্রচার হতো বিপিএলের?'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই আলোচনা-সমালোচনার সংমিশ্রন। প্রথম আসর থেকে এখন পর্যন্ত প্রায় সব আসরেই কম বেশি কটু কথা শুনতে হয়েছে দেশের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে। নতুন আসরটিও সমালোচনা শুনতে পিছিয়ে নেই। উল্টো এবার তো টুর্নামেন্ট শুরুর ২দিন আগে থেকেই শুরু হয় বিপিএলকে নিয়ে অভিযোগ।
বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টার বয়' সাকিব আল হাসান বিপিএলকে নিয়ে গণমাধ্যমে অভিযোগ তুলেছিলেন, বিপিএল যা-তা মানের টুর্নামেন্ট। বরং এরচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে তিনি এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে এগিয়ে রেখেছিলেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সবখানেই শুরু হয় বিপিএলকে ঘিরে নানা আলোচনা।

যে আলোচনা বহাল ছিল বিপিএলের উদ্বোধনী দিনও। তবে বিপিএল গভর্নিং বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মনে করছেন, বিপিএলের প্রচারনা সাকিবের মাধ্যমে হয়ে গিয়েছে। যত বেশি আলোচনা হবে তত টুর্নামেন্টের প্রচার হবে বলে মনে করছেন তিনি।
ইসমাইল হায়দারের মতে, 'যত কথা হবে, তত প্রচার হবে। আজকে যদি সাকিব এই কথা না বলতো, তাহলে কি এত প্রচার হতো আমাদের (বিপিএল)? যেকোনো জিনিসের ইতিবাচক, নেতিবাচক দুই দিকই আছে।'
তবে সাকিব ও মাশরাফির মতো তারকারা টুর্নামেন্টকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন কি না জানতে চাওয়া হলে মল্লিক আরও বলেন, ‘কেউ যদি বলে বলতেই পারে। আপনি যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ; আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত বিপিএল তো মিস দেয় না।’
‘আমি যদি পাল্টা প্রশ্ন করি, ও তো প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। বলতেছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে এটা আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি যে বিপিএলের কোনো এডিশনের কোনো খেলা ও বাদ দেয় না। কিন্তু প্রিমিয়ার ডিভিশন খেলে না। তো এটা আসলে কোনো আর্গুমেন্ট না।’