খাওয়াজাকে পুরো দিন অপেক্ষায় রাখল বেরসিক বৃষ্টি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

৬ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

সিডনি টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে এ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়ার। আর তাতে ডাবল সেঞ্চুরি পাওয়া হলো না উসমান খাওয়াজার। ১৯৫ রানে অপরাজিত রইলেন তিনি।


সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনই সেঞ্চুরি তুলে নেন স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা। এই দুজনের সেঞ্চুরিতে চার উইকেটে ৪৭৫ রান করে অস্ট্রেলিয়া। খেলা না হওয়ায় তৃতীয় দিনও রইল একই সংগ্রহ।


এর আগে গতকাল ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন খাওয়াজা। তাকে সঙ্গ দিতে নামেন স্মিথ। সাউথ আফ্রিকার বোলারদের প্রথম সেশনে রীতিমতো শাসন করেন এই দুই ব্যাটার। দুজনে মিলে গড়েন ২০৯ রানের জুটি।


promotional_ad

এই জুটি গড়ার পথেই সেঞ্চুরির দেখা পান দুজন। তবে সেঞ্চুরির পর ইনিংসটি আর লম্বা করতে পারেননি স্মিথ। ১৯২ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৪ রান করে কেশভ মহারাজের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান তিনি।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

তারপর ট্রাভিস হেডের সঙ্গে জুটি গড়েন খাওয়াজা। এই জুটি দলের রানের খাতায় যোগ করে আরও ১১২ রান। এই জুটিতেই দেড়শ পেরিয়ে যান খাওয়াজা। হাফ সেঞ্চুরি তুলে নেন তুলনামূলক আগ্রাসী ব্যাটিং করা হেড।


৫৯ বলে আটটি চার ও একটি ছক্কায় ৭০ রান করে কাগিসো রাবাদার বলে ফিরে যান হেড। বাকি সময়টা নিরাপদেই পার করেন খাওয়াজা এবং ম্যাট রেনশ। করোনা নিয়ে এই ম্যাচে খেলা রেনশও ১১ বলে ৫ রান করে খাওয়াজার সঙ্গে অপরাজিত আছেন।


ওপেনিংয়ে নামা খাওয়াজা ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির প্রহর গুনছেন। ৩৬৮ বলে ১৯টি চার ও একটি ছক্কায় ১৯৫ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। দ্বিতীয় দিনের শেষভাগেই হয়তো ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে পারতেন খাওয়াজা।


কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। আর একই কারণে তৃতীয় দিনও মাঠে গড়াল না সিডনি টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে অস্ট্রেলিয়া।


সংক্ষিপ্ত স্কোর-


অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪৭৫/৪ (১৩১ ওভার) (খাওয়াজা ১৯৫*, ল্যাবুশেন ৭৯, স্মিথ ১০৪, হেড ৭০; নরকিয়া ২/৫৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball