কোভিড পজিটিভ হয়েও খেলছেন রেনশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের
১০ ঘন্টা আগে
দীর্ঘ ৫ বছর পর টেস্ট খেলতে নেমেছেন ম্যাট রেনশ। ম্যাচ শুরুর আগে সবাই যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছিলেন রেনশ আলাদাভাবে সবার নজর কেড়েছেন।
পরে জানা যায় অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার করোনার আক্রান্ত হয়েছেন। যদিও এই কোভিড-১৯ পজিটিভ হয়েও তিনি মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার হয়ে। ম্যাচের আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন রেনশ।

এরপর সতর্কতার কারণে পুরো দল থেকেই তাকে দূরে সরিয়ে নেয়া হয়। র্যাপিড পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড পজিটিভ। করোনার আক্রান্ত হলেও এখন তার ম্যাচ খেলতে কোনো বাধা নেই।
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১৪ ঘন্টা আগে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ হলেও খেলতে পারবেন ক্রিকেটাররা। এদিকে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ত্রেলিয়া।
আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে। আলোকস্বল্পতার কারণে প্রায় দুই সেশন ভেস্তে গেছে সিডনি টেস্টের। ফিল্ডিংয়ের জন্য রেনশর বিকল্প রেখেছে অস্ট্রেলিয়া।
জরুরি প্রয়োজনে মাঠে নামতে পারেন পিটার হ্যান্ডসকম্ব। বিশ্ব ক্রিকেটে এর আগেও কোভিড-১৯ এর পজিটিভ ফলাফল নিয়ে মাঠে নামতে দেখা গেছে ক্রিকেটারদের।