শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ জিতল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

৬ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

মুম্বাইতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে দুই রানে হারাল ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচটিতে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি শ্রীলঙ্কা।


ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ইশান কিশানের সৌজন্যে শুরুটাও দারুণ হয় তাদের। মাত্র ২.৩ ওভারের মধ্যে ২৭ রান তোলে ভারত। তখনই মাহেশ থিকশানার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান শুভমান গিল (৭)।


পাওয়ার প্লে'র মধ্যে ফিরে যান সূর্যকুমার যাদবও (৭)। উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনও (৫) এদিন সুবিধা করতে পারেননি, দ্রুতই ফিরে গেছেন। এগারো ওভারের মধ্যে ফিরে গেছেন কিশানও। ফেরার আগে ২৯ বলে ৩৭ রান করেন তিনি।


promotional_ad

তারপর পান্ডিয়ার ২৭ বলে ২৯, দীপক হুদার ২৩ বলে অপরাজিত ৪১ এবং অক্ষর প্যাটেলের ২০ বলে অপরাজিত ৩১ রানের কল্যাণে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ভারত। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬২ রান তোলে তারা।


আরো পড়ুন

একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স

৬ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ম্যাচ থেকে কখনোই ছিটকে যায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক দাসুন শানাকার ২৭ বলে ৪১, ওপেনার কুশল মেন্ডিসের ২৫ বলে ২৮, ওয়ানিন্দু হাসারাঙ্গার ১০ বলে ২১ রানের সুবাদে সবসময় ম্যাচে ছিলেন তারা।


শেষ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ১৩ রান। বল হাতে অক্ষর শুরু করেন ওয়াইড দিয়ে। ওভারের প্রথম দুই বলে আসে ১ রান। তিন নম্বর বলে ছক্কা মারেন চামিকা করুনারত্নে। ৩ বলে ৫ রান লাগত তখন।


কিন্তু এই সমীকরণও মেলাতে পারেনি লঙ্কানরা। চতুর্থ বলটি ডট দেয় তারা। শেষ দুই বলে করুনারত্নে নিতে পারেন মাত্র এক রান করে। পরপর দুই বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।


১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকলেও দল জেতাতে ব্যর্থ হন করুনারত্নে। ভারতের হয়ে অভিষেক টি-টোয়েন্টিতে ২২ রান খরচায় চার উইকেট নেন শিভাম মাভি। দুটি করে উইকেট নেন উমরান মালিক এবং হার্শাল প্যাটেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball