|| ডেস্ক রিপোর্ট ||
একটা সময় শ্রীলঙ্কার জার্সিতে বাইশ গজে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন চামিন্দা ভাস। বহু বছর আগেই সেই পাঠ চুকিয়েছেন এই বাঁহাতি পেসার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দেখা যাবে ঢাকা ডমিনেটরসের মাস্টার মাইন্ড হিসেবে। যেখানে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন ভাস।
সর্বশেষ এক বছরে দারুণ উন্নতি করেছেন তাসকিন। এই সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই দলের অন্যতম সেরা পেসার হয়ে ওঠেছেন তিনি। তবে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। তাই ভাসের মতো একজন সাবেক পেসারের সান্নিধ্য পাওয়া তার জন্য বাড়তি পাওয়া।
তাসকিন ছাড়াও ঢাকার পেস ইউনিটে আছেন শরিফুলের মতো তরুণ পেসার। যদিও ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এরফলে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তিনি।
ভাস বলেন, 'এখানে আমার বিশাল অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই জায়গাটায় আমি ভালো ভূমিকা রাখতে পারি। সম্প্রতি তাসকিন বেশ ভাল করছে। সব কন্ডিশন ও ফরম্যাটে সে বাংলাদেশের সেরা বোলার হিসেবে নিজেকে তৈরি করেছে। এই দায়িত্বে সে ভাল করছে আত্মবিশ্বাসের সঙ্গে। আমি শরিফুলকে দেখেছি বাংলাদেশের হয়ে খেলতে। সে খুবই তরুন ও প্রতিভাবান পেসার। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওর অনেক কিছু দেয়ার আছে। আমিও বিশ্বাসী যে ওকে নিয়ে ভাল কাজ করতে পারব যা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতে কাজে লাগবে।'
এবারে আসরে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঢাকা। সৌম্য সরকার-তাসকিনদের নিয়ে গড়া স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী ঢাকার প্রধান কোচ ভাস।
তিনি বলেন, 'আমাদের প্রস্তুতি নেয়ার এখনও সময় আছে। হাতে আরও চারদিন সময় পাচ্ছি। ছেলেরা আসর শুরুর জন্য এবং ভালো করার জন্য উদগ্রীব হয়ে আছে। আমাদের দলে ভাল কিছু ক্রিকেটার আছে যেমন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও অন্যরা। তো সবাইকে নিয়ে আসর শুরুর অপেক্ষায় আছি।'