বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন ডেভিড মালান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
৮ ফেব্রুয়ারি ২৫
শেষ মুহূর্তে ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ীদের হয়ে খেলার জন্য ৫ জানুয়ারি ঢাকায় আসছেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
যদিও বিপিএলের পুরো আসরে মালানের সার্ভিস পাবে না কুমিল্লা। প্রথম দুই ম্যাচ খেলেই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন তিনি। সেখানে আইএলটি-টোয়েন্টিতে অংশ নেবেন তিনি।

এক ভিডিও বার্তায় মালান বলেন, '২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের দলটি দারুণ। টুর্নামেন্ট শুরু করার জন্যে আমার তর সইছে না।'
বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’
৬ মে ২৫
আইএলটি-টোয়েন্টি লিগ শেষ করে অবশ্য আবারও বিপিএলে ফিরবেন মালান। সেক্ষেত্রে প্লে-অফ বা এর আগের দুয়েকটি ম্যাচ থেকে আবারও বিপিএলে দেখা যাবে ইংলিশ এই হার্ড হিটার ব্যাটারকে।
বিপিএলে অবশ্য এবারই প্রথমবার খেলছেন না মালান। এর আগে ২০১৬-১৭ আসরে বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি। তারপর ২০১৮ সালে খুলনা টাইটান্স ও ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যায় তাকে।
সেই দলটির হয়ে নেতৃত্বও দিয়েছিলেন মালান। এর আগে কুমিল্লার হয়ে খেললেও সেটি ছিল ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজি। আর তাই এবারই প্রথম ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মাঠে নামা হচ্ছে মালানের।