'জাতীয় দলে ফেরার চেয়ে বিপিএলে পারফর্ম করা গুরুত্বপূর্ণ'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পাননি শেখ মেহেদি। আবারও দলে ফিরতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হতে পারে তার জন্য গুরুত্বপূর্ণ আসর। তবে এই অলরাউন্ডারের ভাবনায় নেই জাতীয় দল। আপাতত বিপিএলেই মনযোগ দিতে চান, দলের প্রয়োজনে নিজের সেরাটা দিতে চান।
সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মেহেদি। সেই আসরে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৪ রান। আর শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ১ রান করার পর বল হাতে শিকার করেছিলেন ১ উইকেট।

এশিয়া কাপে এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন মেহেদি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর বংলাদেশ আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। তাই দলে ফেরার সুযোগও হয়নি মেহেদির। তবে এবার বিপিএলে পারফর্ম করতে পারলে আবারও দলে ফেরার সুযোগ থাকবে তার।
মেহেদি বলেন, 'আমি দলে (জাতীয় দল) ফেরা গুরুত্বপূর্ণ মনে করি না। আমি বর্তমান যে টুর্নামেন্ট খেলছি, এটার ওপর ডিপেন্ড করি। এটা কতটুকু আগাতে পারবে। জাতীয় দল এটা আমার হাতে না। আমার হাতে আছে যেখানে খেলছি, সেখানে কীভাবে পারফর্ম করবো। কিংবা স্কিলে উন্নতি করবো। কারণ উন্নতির তো শেষ নাই। আমার লক্ষ্য যেভাবে স্কিল উন্নতি করা যায় আর কী।'
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মেহেদি। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছে বসুন্ধরা গ্রুপ। যার ফলে বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি নিজস্ব মাঠে অনুশীলনের সুযোগ পাচ্ছে। দলের এওন সুযোগ সুবিধা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন মেহেদি।
তিনি বলেন, 'অবশ্যই, এটা অনেক প্রশংসার ব্যাপার। দেখেন, বিপিএলে আমরা এরকম সময় ও কোয়ালেটি অনুশীলনের সময় পাই না। যেটা আমরা রংপুরে এ বছর পেয়েছি, এখন থেকে এরকম থাকবে। আইপিএল, বিগ ব্যাশ বা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে এরকম ফ্যাসিলিটি থাকে। এ প্রথম রংপুর প্লেয়ারদের জন্য এমন ফ্যাসেলিটিজ তৈরি করে দিয়েছে। এখানে অনুশীলন করে খুব শান্তি লাগছে।'