বরিশালের হয়ে খেলবেন না গেইল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪০০ করার সুযোগ পেলে আমি করে ফেলতাম: গেইল

৯ জুলাই ২৫
ক্রিস গেইল, ফাইল ফটো

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন ক্রিস গেইল। এবারের আসরের ড্রাফটের আগে তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসে বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে খেলবেন না গেইল।


গতবার আইপিএল, পিএসএলে নাম দিয়েও দল পাননি গেইল। এরপর বিপএলে খেলেন বরিশালের হয়ে। কিন্তু সেই আসরে তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তারপরও এবারের আসরের জন্য তাকে ধরে রাখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad

তবে এবারের আসর শুরু হওয়ার দিন কয়েক আগে এসে দুঃসংবাদ পেলেন বরিশালের সমর্থকরা। আসন্ন বিপিএলে আর খেলা হচ্ছে না এই ক্যারিবিয়ান হার্ডহিটারের। তবে ঠিক কি কারণে খেলছেন না গেইল সে প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায়নি তারা। 


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

গেইলকে না পেলেও বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে এবারও আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশী ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনদের মতো ক্রিকেটার দলে আছেন।


এদিকে এবারের আসরের জ??্য বেশ কয়েক জন তারকা ক্রিকেটারের সরাসরি চুক্তি করেছে বরিশাল। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবীন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ ও করিম জানাত। 


তাছাড়া ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ, মিরাজ, এবাদত, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, হায়দার আলী, চাতুরাঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেনকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball