বিপিএলে টপ অর্ডারে ব্যাটিং করতে চান মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের হয়ে ওপেন করেছিলেন মেহেদি হাসান মিরাজ। সুযোগ পেয়ে তিনি প্রামণ করেছিলেন নতুন বলেও ব্যাট চালাতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ অর্ডারে সুযোগ মেলেনি তার। ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওপরের দিকে ব্যাটিং করতে চান মিরাজ।
জাতীয় দলে আসার আগে বয়সভিত্তিক দলে খেলেছেন মিরাজ। ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। সেই আসরে দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে সফল ছিলেন মিরাজ। ব্যাটে-বলে পারফর্ম করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

এরপর জাতীয় দলে সুযোগ পান মূলত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬টি পজিশনে ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার। যেখানে তার সবচেয়ে ভালো ব্যাটিং গড় ওপেনিংয়ে।
বাংলাদেশের জার্সিতে ৫টি টোয়েন্টিতে ওপেন করেতে নেমে প্রায় ২১ গড়ে ১০৬ রান করেছেন তিনি। তাছাড়া ৬, ৭, ৮ এবং ৯ নম্বর পজিশনেও ব্যাটিং করেছেন মিরাজ। আর তাতে পরিসংখ্যানের বিচারে নতুন বলেই সবচেয়ে সফল এই অলরাউন্ডার।
বিপিএলে নিজের ব্যাটিং পজিশন প্রসঙ্গে মিরাজ বলেন, 'অবশ্যই টিম ম্যানেজমেন্ট এটার (ব্যাটিং পজিশন) সিদ্ধান্ত নেবে। এখনো সময় বাকি আছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আসবে কোন জায়গায় ব্যাটিং করবো। আমি মনে করি, টিমের পজিশন অনুযায়ী আমাকে যেখানেই খেলাবে, সব সময় এই কথাটা বলে এসেছি। আমি চাইবো যে, ওপরে ব্যাটিং করার জন্য নিজে থেকে। তারাও আত্মবিশ্বাসী আছে। দেখি শেষ পর্যন্ত কি হয়।'
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মিরাজ। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই এবারের আসরে তাদের প্রত্যাশাও অনেক। সবমিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।
মিরাজ বলেন, 'অবশ্যই আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমাদের দলে সাকিব ভাই আছেন। শেষ বছরও খেলেছেন। রিয়াদ ভাই আছেন। আমি আছি। ইবাদত আছে। খালেদ আছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। আশা রাখছি অবশ্যই চ্যাম্পিয়ন হবো।'