বিপিএলে ৪ কোটি টাকার প্রাইজমানি, থাকছে না ডিআরএস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
আগামী ৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আসর শুরুর কয়েকদিন আগেই প্রাইজমানি নির্ধারণ করল বিপিএল গভর্নিং কাউন্সিল। আসন্ন এই আসরে দেয়া হবে মোট ৪ কোটি টাকার প্রাইজমানি।
প্রাইজমানি নির্ধারণ করার লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, গতবারের তুলনায় অন্তত চার থেকে পাঁচ গুণ বাড়ানো হবে প্রাইজমানি।

প্রাইজমানি প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ম্যান অব দ্য সিরিজ হয়তো ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। সেরা বোলার, সেরা ব্যাটারকে ভালো একটা এমাউন্ট দেওয়া…এরকম একটা চিন্তা আছে।’
‘প্রাইজমানিটা বাড়িয়েছি। চ্যাম্পিয়ন দল দুই কোটি রেখেছি আমরা। রানার্স আপ এক কোটি। এভাবে করে মোট ৪ কোটি টাকা থাকবে প্রাইজমানি।’
এদিকে গত আসরের তুলনায় প্রাইজমানি বাড়ালেও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়েই রয়েছে বিপিএল। এবারও শুরু থেকে থাকছে না ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। তবে আসরের শেষ ভাগে দেখা মিলবে ডিআরএসের।
মল্লিক আরও বলেন, ‘ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমেনেটরে থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করতেছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্শনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’