২০২৩ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে, বিশ্বাস সাকিবের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
৯ ঘন্টা আগে
শুধুমাত্র ওয়ানডে নয়, টেস্ট এবং টি-টোয়েন্টিতেও আগামী বছর (২০২৩ সাল) দারুণ সময় পার করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাকিব আল হাসান। চলতি বছরের শেষ লগ্নে এসে এমন ভবিষ্যদ্বাণী করেছেন সাকিব আল হাসান।
ওয়ানডে ফরম্যাটে বরাবরই ভালো খেলে বাংলাদেশ। আর আসন্ন বছরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ভারতের কন্ডিশন পরিচিত হওয়ায় সেখানে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লাল সবুজের দল।

বিশ্বকাপ ছাড়াও উপমহাদেশে (পাকিস্তান) এশিয়া কাপ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আর এই দুটি ইভেন্ট ছাড়াও ১৮টি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। আর তাই পছন্দের ফরম্যাট নিয়ে আশাবাদী সাকিব।
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
৬ ঘন্টা আগে
অবশ্য টেস্ট এবং টি-টোয়েন্টিকেও প্রাধান্য দিচ্ছেন তিনি। তার বিশ্বাস, বাকিগুলোও ভালো খেলবে বাংলাদেশ। সামনের বছর পাঁচটি টেস্ট ও ১৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়া মোট ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা।
সাকিব বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে (ভারতের বিপক্ষে সিরিজ শেষে) যেটা বলেছি ২০২৩ সালটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে। এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।’
২০২৩ সালে তিনটি দেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই তিনটি দেশ হচ্ছে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড।