আমরা আন্তর্জাতিক ক্রিকেটের নির্মমতা বুঝে গেছি: বাভুমা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল
২০ জুন ২৫
অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসে আন্তর্জাতিক ক্রিকেট কতোটা নির্মম সেটা উপলদ্ধি করতে পারছেন সাউথ আফ্রিকার ব্যাটাররা। দলের মিডল অর্ডার ব্যাটার টেম্বা বাভুমা মনে করছেন এমনটাই।
এই সিরিজে এখন পর্যন্ত খেলা দুই টেস্টের দুটিতেই হেরেছে সাউথ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় দলটি হেরেছে ছয় উইকেটের ব্যবধানে। তারপর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দলটি হারে ইনিংস এবং ১৮২ রানের বিশাল ব্যবধানে।

৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা। যদিও এই টেস্ট জিতে সামনে এগিয়ে যেতে চান বাভুমা। নিজের বাজে পরিস্থিতিও কাটিয়ে উঠতে চান দারুণভাবে।
বাভুমা বলেন, 'অস্ট্রেলিয়া দল আমাদের দিকে রীতিমতো প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। ব্যাটে-বলে তারা সম্ভবত আবারও আমাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেবে। একটি সংঘবদ্ধ গ্রুপ হিসেবে সেই সব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।'
'আন্তর্জাতিক ক্রিকেটে নির্মম। খেলাধুলার নির্মমতা সম্পর্কে আমাদের অনেকেই জেনে গেছে। আমাদের সামনে কী আছে সেটা নিয়ে লজ্জা পেয়ে লাভ নেই। আমাদের এটা মোকাবেলার জন্য একটি পথ খুঁজে বের করতে হবে। শুধু এখনকার জন্য নয়, সামনে এগিয়ে যাওয়ার জন্যে হলেও।'
দুই টেস্ট মিলিয়ে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাটিং করেছে প্রোটিয়ারা। এর মধ্যে তিনটি ইনিংসেই ২০০ রানের নিচে অলআউট হয়েছে তারা। মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচ হেরে চলেছে সাউথ আফ্রিকা।