সিডনি টেস্টে স্টার্ক-গ্রিনের বদলি অ্যাগার-রেনশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

৯ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

সাউথ আফ্রিকার বিপক্ষে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা হয়ে গেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ টেস্টের আগে তাই অনেকটাই নির্ভার অস্ট্রেলিয়া। ইনজুরিতে পড়া দুই ক্রিকেটার ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্কের বদলি ঘোষণা করল তারা।


আঙুলের ইনজুরির কারণে শেষ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন গ্রিন এবং স্টার্ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে গিয়ে দুজনই আহত হন ভিন্ন ভিন্ন সময়ে। শেষ টেস্টের আগে তাই অজি স্কোয়াডে দেখা গেল পরিবর্তন।


১৪ সদস্যের এই দলে নতুনভাবে ডাক পেলেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাট রেনশ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে পুনরায় ফিরলেন এই দুই ক্রিকেটার।


promotional_ad

সিডনির কন্ডিশন বিবেচনা করে দুই স্পিনার খেলাতে পারে অজিরা। এ কারণেই নাথান লায়নের পাশে অ্যাগারকে দলে ভেড়াল তারা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন অ্যাগার।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

১৩ ঘন্টা আগে
ফাইল ছবি

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট খেলা রেনশ শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন না করতে পারলেও মিডল অর্ডার ব্যাটার হিসেবেই তাকে দলে নিয়েছে অজিরা।


অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করেছেন রেনশ। মিডল অর্ডারে নেমে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সম্প্রতি ডাবল সেঞ্চুরিও করতে দেখা গেছে তাকে।


স্টার্কের বদলে অবশ্য নতুন কোনও পেসারকে দলে ভেড়ায়নি অজিরা। আগে থেকেই স্কোয়াডে থাকা ল্যান্স মরিসের অভিষেক ঘটতে পারে আসন্ন সিডনি টেস্টেই।


সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, ল্যান্স মরিস, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball