কোচ হিসেবে 'বিশ্বস্ত কাউকে' চায় বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১০ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

রাসেল ডমিঙ্গোর বিদায়ের ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও নতুন কোচ হওয়ার দৌড়ে কে কে এগিয়ে আছেন এ বিষয়ে খোলাসা করেনি বিসিবি।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে নতুন কোচ খুঁজে পেতে লম্বা সময় পেয়েছেন তারা। এরই মধ্যে 'বিশ্বস্ত কাউকে' খুঁজে নিতে পারবেন বলে আশাবাদী বিসিবির এই শীর্ষ কর্মকর্তা।


promotional_ad

তিনি বলেন, 'ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না। '


আগামী বছর ভারতের বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। শুধু বিশ্বকাপের জন্য নয় লম্বা সময়ের জন্যই নতুন কোচ খুঁজছে বিসিবি। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। পরিস্থিতি বিবেচনা করে সব জানানো হবে বলে নিশ্চিত করেছেন নিজামউদ্দিন।


তার ভাষ্য, 'এটা কিন্তু পরিস্থিতি বলে দেবে। আমরা যদি এরকম পছন্দসই কাউকে পাই, যাকে নিয়ে মনে হবে লম্বা সময়ে যেতে পারবো, তখন অবশ্যই আমরা লম্বা সময়ের জন্যই যাবো। এটাই আমরা প্রেফার করি। জাতীয় দলের হেড কোচ লম্বা সময়ের জন্যই হওয়া দরকার।'


সেরা কোচ বেঁছে নেয়ার জন্য অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করা হবে। এই কথা জানিয়ে নিজামউদ্দিন বলেন, 'আমরা যখন সব নাম পাবো, তখন সিদ্ধান্ত নেবো এর মধ্যে সেরা অপশন কোনটা হবে। অবশ্যই সেরা অপশনটাকেই নেবো। সেক্ষেত্রে নাম, অভিজ্ঞতা; সবই বিবেচনা করা হবে। এই মুহূর্তে এটা বলা ঠিক হবে না। বোর্ড তখন সিদ্ধান্ত নেবে কীভাবে প্রসিড করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball