ভারত সফরে ফিরলেন রাজাপাকশা, জায়গা হয়নি চান্দিমালের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স
১০ ঘন্টা আগে
ভারত সফরের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দুই ফরম্যাটের জন্যই পৃথকভাবে ১৮ সদস্যের দল দিয়েছে তারা। আর দুই ফরম্যাট মিলিয়ে ভারত সফরের জন্য লঙ্কান দলে জায়গা পেয়েছেন ২০ জন্য ক্রিকেটার।
শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে ভারত সফরে দলে। আফগানিস্তান সফরে দলে থাকলেও এবার জায়গা হয়নি ধনাঞ্জয়া লাকসান, আসিথা ফার্নান্দো এবং দিনেশ চান্দিমালের।

এদের মধ্যে চান্দিমাল নিজেকে কিছুটা অভাগা ভাবতে পারেন। সদ্য সমাপ্ত লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার ব্যাটে ভর করেই ফাইনালে ওঠেছিল কলম্বো স্টারস।
ভারত সফর দিয়ে আবারও দলে ফিরেছেন একধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন ভানুকা রাজাপাকশে এবং নুয়ান থুসারা। তাছাড়া ভারত সফর দিয়ে অভিষেক হতে যাচ্ছে জেফরি ভান্ডারসে এবং নুয়ানিন্দু ফার্নান্দোর।
টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ অধিনায়ক), আশেন বান্দারা, মহেশ থিকশানা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, নুয়ান থুসারা।
ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (ক্যাপ্টেন), পথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশাঙ্কা, কাসুন রাজিথা, নুয়ানিন্দু ফার্নান্দো, দুনিথ মাদ ওয়েললাগে, প্রমোদ মাদুসান, লাহিরু কুমারা।