মুম্বাই কেপটাউনের বোলিং কোচ ওরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এসএ টোয়েন্টিতে রিটেইন করা যাবে ৬ ক্রিকেটার, নিলামে থাকছে আরটিএম
২৪ জুন ২৫
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল মুম্বাই কেপটাউনের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন জ্যাকব ওরাম। নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারকে বোলিং কোচ হিসেবে বেছে নেয়ার কথাটি নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি নিজেই।
নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৩টি টেস্ট, ১৬০টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন ওরাম। ছয় নম্বরে নেমে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী মিডিয়াম পেসে দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি।

এক বিবৃতিতে মুম্বাই কেপটাউন বলেছে, 'নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরামকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবারের এসএ টোয়েন্টি আসরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।'
জাতীয় দলে খেলার পাশপাশি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও খেলতে দেখা গেছে ওরামকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বশেষ খেলেন ২০১৩ সালে।
শেষবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায় তাকে। আর এবার কোচ হয়েও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির একটি দল বেছে নিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর ২০১৪ সাল থেকে কোচিং পেশায় যুক্ত আছেন ওরাম। এর আগে নিউজিল্যান্ড 'এ' দল ও নারী দলের সহকারি কোচের ভূমিকায় কাজ করতে দেখা যায় তাকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য এবারই প্রথমবার কোচিং করাবেন ওরাম। মুম্বাই কেপটাউনের কোচিং প্যানেলে আছেন সাইমন ক্যাটিচ (হেড কোচ), হাশিম আমলা (ব্যাটিং কোচ), জেমস পামেন্ট (ফিল্ডিং কোচ) এবং রবিন পিটারসন (টিম ম্যানেজার)।