ডমিঙ্গোর পদত্যাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
২৯ মার্চ ২৫
বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন এই সাউথ আফ্রিকান কোচ। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
কদিন আগেই তার অধীনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। যদিও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের পরই ক্রিসমাসের ছুটিতে গিয়েছেন তিনি।

ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন মঙ্গলবার রাতেই ডমিঙ্গো মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১১ ঘন্টা আগে
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, 'গতকাল রাতে আমাদের প্রধান নির্বাহীকে একটি চিঠি দিয়েছে পদত্যাগের। সে বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে সব ধরনের সহযোগীতার জন্য। বাংলাদেশ দলকেও শুভকামনা জানিয়েছে যাতে আরও ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সবকিছু শেষ করা হবে।'
ইংল্যান্ড সিরিজের আগে নতুন কোচ নিয়োগের আশ্বাস দিয়েছেন জালাল ইউনুস। তার ভাষ্য, 'অবশ্যই ইংল্যান্ড সিরিজের আগে নতুন কোচ দেখতে পাবেন। আমাদের যাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে হয়তো দেখা যাবে তাদের মধ্যেই একজন আমাদের দায়িত্ব নেবে। নামটা চুড়ান্ত না হওয়ার আগে আসলে বলতে চাচ্ছি না। নিশ্চিত হলে আমরা জানিয়ে দেব।'
সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় এই কোচের কাজেই দায়িত্ব ছেড়ে দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও ওয়ানডে ও টেস্টে ডমিঙ্গোর কাঁধেই দায়িত্ব রাখতে চেয়েছিল বিসিবি। এবার নিজে থেকেই বিসিবির চাকরি ছেড়ে দিলেন এই কোচ।