বিপিএল থেকে পারফর্মার খুঁজে পাবার আশা নান্নুর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

বাংলাদেশের সবেচেয়ে বড় এবং জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখানে পারফর্ম করে অনেক ক্রিকেটারই পরবর্তীতে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বিপিএলে পারফর্ম করলে জাতীয় দলে আসার পথটা যে মসৃণ হয়ে যায়,সেটা শোনা গেছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠেও।


গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতে কিছুটা হলেও সাফল্য মিলেছে। সেই আসরেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সুপার টুয়েলভে প্রথমবারের মতো জয় পেয়েছিল টাইগাররা।


promotional_ad

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। যা ছিল রেকর্ড। সুপার টুয়েলভ পর্বে এটিই ছিল বাংলাদেশ প্রথম জয়। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও জিতেছে টাইগাররা। প্রথম রাউন্ড ছাড়া সেবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতেছিল তারা। 


টি-টোয়েন্টি দলকে আরও শক্তিশালী করতে পাইপলাইন শক্তিশালী করার বিকল্প নেই। আর টি-টোয়েন্টিতে ভালো পারফর্মার খুঁজে পেতে এবারের বিপিএলে নজর থাকবে নির্বাচকদের। নান্নু বলেন, 'আমি আশা করি, এই বিপিএল থেকে হয়তো অসাধারণ কোনো পারফরমার খুঁজে পাবো। কিছু কিছু পরিকল্পনা থাকে, এটা আগাম বলাটা মুশকিল হয়ে যায়। এটা নিজেদের মধ্যে রাখতে হয়।'


আগামী ২০২৪ বিশ্বকাপে এখন থেকেই নজর থাকছে বাংলাদেশের। এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটা অংশ বিপিএল।


বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এটা নিয়ে কাজ করা শুরু হবে। এই বিপিএল খুব গুরুত্বপূর্ণ, কিছু প্লেয়ার থেকে অসাধারণ পারফরম্যান্স বের করা। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে,  ক্রিকেটাররা কেমন করছে এটাও দেখার বিষয়। এদের নিয়ে ওই জায়গাগুলোতে কাজ করা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball