বরখাস্ত করার পর 'বাজে আচরণ' করা হয়েছে রমিজের সঙ্গে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভুল করা বাংলাদেশের রুটিন হয়ে গেছে: রমিজ রাজা
৩১ মে ২৫
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
তার স্থলাভিষিক্ত হয়েছেন নাজাম শেঠি। বরখাস্ত হওয়ার পর গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন রমিজ। যদিও সোমবার নিজের ইউটিউব চ্যানেলে শেষ পর্যন্ত মুখ খুলেছেন তিনি। বরখাস্ত হওয়ার পর তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন রমিজ।

তিনি বলেন, ‘তারা ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই করেছে। এমনকি তারা আমার জিনিসপত্রগুলো নেয়ারও সুযোগ দেয়নি। সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
পিসিবির নতুন বোর্ডের জন্য কোনো ভালোবাসা নেই বলে জানিয়েছেন রমিজ। শেঠি এবং তার লোকেরা নিজেদের স্বার্থের জন্য ক্রিকেট পরিচালনা করেন বলেও অভিযোগ করেছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রমিজ বলেছেন, ‘তাদের ক্রিকেটে কোনো আগ্রহ নেই। ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার জায়গায় বসায়। তারা চায়, মানুষ তাদের সামনে নত থাকবে।’
শেঠিকে বোর্ডে নিয়ে আসতে পিসিবির সংবিধানেও পরিবর্তন আনা হয়েছে। এমন একজনের জন্য সংবিধান বদলের চিত্র পৃথিবীতে আর দেখেননি বলে ক্ষোভ ঝেড়েছেন রমিজ।
তার ভাষ্য, ‘একজন ব্যক্তিকে নিয়ে আসতে আপনারা ক্রিকেট বোর্ডের সংবিধানই বদলে ফেললেন। নাজাম শেঠিকে নিয়ে আসতে সংবিধান বদলানোর প্রয়োজন ছিল, এমনটা আমি পৃথিবীতে আর কোথাও দেখিনি।’