'সাইন্টিস্ট' অশ্বিনে মুগ্ধ শেবাগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১০ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে কষ্টার্জিত ৩ উইকেটের জয় পেয়েছে ভারত। ম্যাচের তৃতীয় দিনই ভারতের টপ অর্ডারের চার উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। এরপর চতুর্থ দিনের শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর চড়াও হয়েছিলেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা।


মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ভারত। সেখান থেকেই শ্রেয়াস আইয়ারকে নিয়ে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অশ্বিন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৬২ বলে ৪২ রান করে।


promotional_ad

এর আগে বল হাতেও চমক দেখিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ২২৭ রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

১৪ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দর শেবাগ। অশ্বিনকে তিনি 'সাইন্টিস্ট' বলে সম্বোধন করেছেন। শেবাগ টুইটারে লিখেন, 'সাইন্টিস্ট এটা করেছে। সে এটা পেরেছে। অশ্বিনের এটা দারুণ ইনিংস এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটিটা দারুণ ছিল।'


ঢাকা টেস্ট জয়ের ফলে ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। উপমহাদেশের মাটিতে এটি ভারতের টানা ১৬তম জয়ের রেকর্ডও বটে। এই ম্যাচে জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে ভারত।


ভারত নিজেদের খেলা ৫৮.৯৩ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে। তাদের নামের পাশে রয়েছে ৯৯ পয়েন্ট। তাদের উপরে আছে কেবল অস্ট্রেলিয়া। অজিরা ৭৬.৯২ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। ভারত নিজেদের জায়গা ধরে রাখতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে কোনো বাধা থাকবে না রোহিত শর্মার দলের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball