ভারত ‘বাজবল’ ক্রিকেট খেলতে পারে না: কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কার্তিকের কাছে পান্তই ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার

২২ জুন ২৫
ইংল্যান্ডে পান্তের সেঞ্চুরি সংখ্যা এখন তিনটা, ফাইল ছবি

চট্টগ্রাম টেস্ট শুরুর দুদিন আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছিলেন লোকেশ রাহুল। ভারতের অধিনায়ক জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে তারা আগ্রাসী ক্রিকেট খেলবেন। যদিও সেটাতে ব্যর্থ হয়েছে তারা। এদিকে দীনেশ কার্তিক মন্তব্য করেছেন, ভারত বাজবল ক্রিকেট খেলতে পারে না।


প্রথম টেস্টের প্রথম দিনে সুবিধা করতে পারেননি ভারতের টপ অর্ডার ব্যাটাররা। শুভমান গিলের সঙ্গে দ্রুতই সাজঘরে ফিরেছেন রাহুল ও বিরাট কোহলি। দ্রুত রান তুলতে গিয়ে হাফ সেঞ্চুরি হাতছাড়া করে ফিরেছেন ঋষভ পান্ত। দলের একশ রান হতেই ৪ উইকেট হারানো ভারত অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন এরপরে।


promotional_ad

পুরোটা দিন নিজেদের সহজাত ব্যাটিং করে গেছেন শ্রেয়াস আইয়ার এবং চেতেশ্বর পূজারা। তারা দুজনই ব্যাটিং করেছেন টেস্টের মেজাজে। তাতে সাফল্যও পেয়েছে ভারত। সফরকারীদের দিন থেমেছে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে। ইংল্যান্ড দ্রুত রান করতে পারলেও সেটা চেয়েও করে দেখাতে পারেননি রাহুলরা।


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

১২ ঘন্টা আগে
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

ভয়ডরহীন এবং আগ্রাসী ক্রিকেট খেলার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের নামের সঙ্গে মিলিয়ে এই ঘরানার ক্রিকেটকে বলা হয়ে থাকে ‘বাজবল’। ভারত যে এই ধরনের ক্রিকেট খেলতে পারে না এটা স্বীকার করেছেন কার্তিক।


ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কার্তিক বলেন, ‘এই মুহূর্তে ভারত বাজবল ক্রিকেট খেলতে পারে না। আমাদের মাঝে এরকম কিছু নেই। লোকেশ রাহুলের কথা যদি বলি তাহলে তার বেড়িয়ে আসা ইঙ্গিত দেয় আগ্রাসী ক্রিকেট খেলতে চায়। এর অর্থ হলো তারা ম্যাচের ফলাফল বের করে আনতে চায়।’


‘তারা এটা জানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কাছাকাছি এবং এই দুটি খেলা খুবই গুরুত্বপূর্ণ। তারা এক্সিলারেটর করে রান রেট বাড়াতে চায়। তারা এটা আজ করতে পারে না কারণ উইকেট মন্থর। এজন্য আপনাকে ভিন্ন উপায়ে খেলতে হবে এবং এমন খেলোয়াড় প্রয়োজন হবে যারা সেভাবে ব্যাটিং করে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball