গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ফ্লিনটফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
৩ ঘন্টা আগে
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শ্যুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এরপর চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে হাসপাতালে নেয়া হয়েছে ইংল্যান্ডের এই অ্যাশেজ জেতানো অলরাউন্ডারকে।
স্যুরে-তে বিবিসি সিরিজ এপিসোডের জন্য শ্যুটিংয়ে ছিলেন ফ্লিনটফ। সেখানেই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার স্থান হচ্ছে লন্ডনের দক্ষিণ প্রান্তে ডানসফোল্ড পার্ক এয়ারোড্রোমে প্রোগ্রামের টেস্ট ট্র্যাক।

বিবিসির এক মুখপাত্র বলেছে, 'সকালে টপ গিয়ারের টেস্ট ট্র্যাকে দুর্ঘটনায় ফ্রেডি আহত হয়েছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার ব্যাপারে আরও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।'
দুর্ঘটনার পর মনে হচ্ছিল আমার মুখটাই নেই: ফ্লিনটফ
২৫ এপ্রিল ২৫
তবে ফ্লিনটফের দুর্ঘটনা ঠিক কতোটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। অবশ্য ইংল্যান্ডের গণমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, ফ্লিনটফ অনেকটাই সেরে উঠেছেন। শ্যুটিংয়ের সময় স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
যার কারণে দুর্ঘটনার পর সাথে সাথেই চিকিৎসার মধ্যে ছিলেন ফ্লিনটফ। নিজ সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার না থাকায় সেখানেই বন্ধ করে দেয়া হয়েছে শ্যুটিং। ২০১৯ সাল থেকেই টপ গিয়ারের হোস্ট হিসেবে যোগ দেন ফ্লিনটফ।