জাকিরের ব্যাটে তামিমের ছায়া দেখছেন ডমিঙ্গো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
১১ জানুয়ারি ২৫
চোটের কারণে চট্টগ্রাম টেস্টে নেই তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে অভিষেক হতে পারে জাকির হাসানের। এই তরুণ ওপেনারের ব্যাটিংয়ের ধরন আর দক্ষতার ওপর আস্থা আছে রাসেল ডমিঙ্গোর। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মলনে এসে প্রধান কোচ জানালেন, তামিমের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে মিল আছে জাকিরের।
গত কয়েক মৌসুম ধরে লাল বলে ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করেছেন, 'এ' দলের হয়েও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন, জাকিরের অপেক্ষা ছিল জাতীয় দলের জার্সিতে খেলার। ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে সেই স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি।

৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়ে গেছে জাকিরের। চার হাজারের বেশি রান করেছেন ১৩ সেঞ্চুরি ও ৪১.২৭ গড়ে। গত পাঁচ বছরে বেশ কিছু ম্যাচ খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়েও। এ বছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান তার, গত বিসিএলে করেন ৯৯ গড়ে ৩৯৬ রান। এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান।
ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ
৫০ মিনিট আগে
তার এমন ধারবাহিক পারফরম্যান্সের সর্বশেষ উদাহরণ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি। কদিন আগে ভারত ‘এ’ দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টে কক্সবাজারে ১৭৩ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন তিনি। এরপর টেস্ট দলে ডাক পাওয়া অনেকটা অবধারিতই ছিল তার। বিশেষ করে, তামিম ইকবাল যখন ছিটকে গেলেন।
ডমিঙ্গো বলেন, 'যেভাবে সে সবসময় রান করার সুযোগ খোঁজে, এটা দেখে আমার ভালো লেগেছে। তার ব্যাটিংয়ের ধরন কিছুটা তামিমের মতো, বেশ ভালো ও ইতিবাচক। আশা করি, কালকে সে আমাদের ভালো ও দ্রুত একটা শুরু এনে দিতে পারবে।'
এখন জাকিরের অপেক্ষা কেবলই সাদা পোশাকে অভিষেকের। অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না তাকে। চট্টগ্রামেই পেয়ে যেতে পারেন টেস্ট ক্যাপ, আজ রাসেল ডমিঙ্গোর কথায় এমনই ইঙ্গিত মিলেছে।
তিনি বলেন, 'জাকিরকে নিয়ে আমি রোমাঞ্চিত। মনে হচ্ছে, ওর প্রাণশক্তি প্রচুর। জানি যে সে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। এ দেশে এরকম অবশ্য অনেকেই আছে যে স্রেফ একটি ম্যাচ খেলেছে। তবে সে ঘরোয়া ক্রিকেটে অসাধারণরকম ভালো পারফর্ম করেছে।'