পঞ্চম দিন পর্যন্ত খেলতে ১১০ শতাংশ দেবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন

৪ জুলাই ২৫
ফাইল ছবি

বাংলাদেশ ঘরের মাঠে যে কয়টা টেস্ট খেলে তার সিংহভাগই অনুষ্ঠিত হয় মিরপুরে। বাংলাদেশের হোম অব ক্রিকেটে রান তুলতে রীতিমতো লড়াই করতে হয় ব্যাটারদের। আর টেস্ট ক্রিকেটে বোলারদের রাজত্বের গ্রাফটা আরও একধাপ উপরে। তবে উইকেটের এই চিত্রটা পুরোপুরি বদলে যায় চট্টগ্রামে। যার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে এখানেই। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ টেনে নিতে চায় বাংলাদেশ। তার জন্য ১১০ শতাংশ দিয়ে চেষ্টা করবে দল, এমনটাই বলেছেন তাসকিন আহমেদ।


বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত অলআউট হয়েছিল ১৮৬ রানে। আধুনিক ওয়ানডে ক্রিকেটে যা খুবই মামুলি সংগ্রহ। অথচ ১৮৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে শেষ উইকেটের অপরাজিত ৫১ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ অবিশ্বাস্য ব্যাটিং না করলে জয়টা ভারতেরই ছিল।


promotional_ad

দ্বিতীয় ওয়ানডেতেস আগে ব্যাটিং করে নেমে ৬৯ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরা মিরাজের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে তারা। এর পর সেই লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইনআপ।


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

সিরিজের এই প্রথম দুই ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল মিরপুরে। এরপর ভেন্যু বদলে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর তাতেই রান খরায় ভুগতে থাকা সিরিজের শেষ ম্যাচে যেন রান বন্যা। এবার সাদা পোশাকে সিরিজের প্রথম ম্যাচ হবে একই মাঠে।


প্রথম টেস্টে নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে তাসকিন বলেন, 'ম্যাচ তো এখনো শুরু হয়নি। চাইব যে পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারি। ১১০ শতাংশ দিয়ে চেষ্টা করতে হবে। পঞ্চম দিন পর্যন্ত গেলে ভালো কিছু করার চেষ্টা থাকবে। সেটিই লক্ষ্য থাকবে—পাঁচ দিন খেলা।’


ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটাররা যেমন বাড়তি সুবিধা পান ঠিক তেমনি ভুগতে হয় বোলারদের। লাল বলের ক্রিকেটে পেসারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন বলে বোলিং করা। যেখানে বাংলাদেশের আপাতত পরিকল্পনা ক্রিকেটারদের সামর্থ অনুযায়ী সেরাটা বের করে আনা।


এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বেসিক জিনিসটাই ঠিক রাখতে হবে। যেহেতু তেমন কিছু থাকবে না। ডিসিপ্লিন বোলিং, পুরোনো বলে রিভার্স সুইংয়ের চেষ্টা (ছাড়া কিছু করার নেই)। আমরা যদি শৃঙ্খলা ও ধৈর্য নিয়ে বোলিং করি, ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball