ছিটকে গেলেন হ্যাজেলউড, ফিরছেন কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১২ জুলাই ২৫
ইনজুরির কারণে সাউথ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না জস হ্যাজেলউডের। অস্ট্রেলিয়ার এই পেসার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। ইনজুরি থেকে কিছুটা সেরে উঠলেও পুনর্বাসন পুরোপুরি শেষ হয়নি তার। হ্যাজেলউড ছিটকে গেলেও আসন্ন টেস্ট ম্যাচটিতে ফিরছেন দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
এই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও (অ্যাডিলেড টেস্ট) খেলেননি হ্যাজেলউড। তার পরিবর্তে সেই টেস্টে খেলছেন মাইকেল নিসার। এবার যেহেতু কামিন্স ফিরছেন, সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে স্কট বোল্যান্ড অথবা মাইকেল নিসারকে।

গত বুধবারও (৭ অক্টোবর) বোলিং অনুশীলন করেছেন হ্যাজেলউড। কিন্তু ইনজুরি পুরোপুরি ঠিক হয়নি তার। আগামী গ্রীষ্মে একটানা টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এর আগেই হ্যাজেলউডকে পুরোপুরি সুস্থ করে তুলতে চায় তারা। তবে অধিনায়ক কামিন্স এখনই ফিট।
শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
১৫ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, 'কামিন্সের অবস্থা আগে থেকে ভালো, গত শনিবারও সে ছন্দ নিয়ে বোলিং করেছে। সে এই ম্যাচে খেলবে। যদিও হ্যাজেলউডের ফিট হতে আরও সময় লাগবে।'
'এ কারণে মাইকেল নিসার এবং ল্যান্স মরিসকে আমরা স্কোয়াডে রেখে দিচ্ছি। মাইকেল অ্যাডিলেডে দারুণ বোলিং করেছে। স্কটও ভালো করেছে। আমরা বরাবরের মতোই তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।'
সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, ল্যান্স মরিস, মাইকেল নিসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।